Dilip Ghosh: সুযোগ বুঝেই তৃণমূল নেতা সুনীলের বাড়িতে দিলীপ ঘোষ? এবার কি ফের 'বড়' দলবদল!

Last Updated:

Dilip Ghosh: বৃহস্পতিবার রাতে বর্ধমানের উল্লাসে সুনীল মণ্ডলের বাড়িতে যান দিলীপ। এক ঘণ্টারও বেশি সময় কথা হয় দু'জনের মধ্যে।

দিলীপ ঘোষ, সুনীল মণ্ডল
দিলীপ ঘোষ, সুনীল মণ্ডল
বর্ধমান: তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে দিলীপ ঘোষ। বৃহস্পতিবার রাতে বর্ধমানের উল্লাসে সুনীল মণ্ডলের বাড়িতে যান দিলীপ। এক ঘণ্টারও বেশি সময় কথা হয় দু’জনের মধ্যে। দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষে কেক কাটারও ব্যবস্থা করেছিলেন সুনীল মণ্ডল। তবে বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেছেন দু’জনেই। ইদানিং দলের কর্মসূচিতে দেখা যাচ্ছে না সুনীলকে। তাঁর সাফ জবাব, দল ডাকেনি তাই নামেননি তিনি। বর্ধমান শহরে ঢোকার মুখেই দু-নম্বর জাতীয় সড়কের পাশে সাংসদ সুনীল কুমার মণ্ডলের বাড়ি, বাড়ির নাম অভিযান।
২০২১ সালে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সাংসদ সুনীল কুমার মণ্ডল। বিধানসভা ভোটের মুখে সাংসদ থাকাকালীনই তৃণমূল ছেড়ে গিয়েছিলেন বিজেপিতে। পরে ফের তৃণমূলে ফিরে আসেন। বেশ কিছুটা সময় তিনি যে কোন দিকে, তা নিয়েই ধোঁয়াশা ছিল। ফের শাসকদলের বৈঠক, কর্মসূচিতে দেখা যায়। লোকসভা ভোটের মুখে প্রশ্ন উঠতে শুরু করে বর্ধমান পূর্বের এই সাংসদ আবার টিকিট পাবেন কি না। কিন্তু না, তিনি টিকিট পাননি।
advertisement
আরও পড়ুনঃ গভীর ঘূর্ণাবর্ত! উত্তরের ৫ জেলায় আজ কাঁপিয়ে ঝড়বৃষ্টি, দক্ষিণে স্বস্তির বৃষ্টি নামবে কবে? জানিয়ে দিল হাওয়া অফিস
প্রসঙ্গত, প্রথমবার, ২০১৪ সালে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে ১ লক্ষ ১৪ হাজার ৩৭৯ ভোটে জিতেছিলেন সুনীল মণ্ডল। ২০১৯ সালে তাঁর জয়ের ব্যবধান ছিল ৮৯,৩১১। তার পরেই বিধানসভা নির্বাচনের আগে মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dilip Ghosh: সুযোগ বুঝেই তৃণমূল নেতা সুনীলের বাড়িতে দিলীপ ঘোষ? এবার কি ফের 'বড়' দলবদল!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement