BJP Candidate List: সন্দেশখালি 'জিইয়ে' রেখেই বসিরহাটে চমকে দিল বিজেপি! রেখার মতে, মোদিই আসলে মুখ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
BJP Candidate List Rekha Patra: সন্দেশখালির আন্দোলনের মুখকে লোকসভায় নিয়ে যেতে মরিয়া বিজেপি। অনেকেই আবার একে বিজেপির মাস্টারস্ট্রোক বলছেন।
কলকাতা: বাংলায় বিজেপির দ্বিতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণায় বিরাট চমক বসিরহাট লোকসভা কেন্দ্রে। বসিরহাট থেকে বিজেপি প্রার্থী হয়েছেন রেখা পাত্র। আর এই রেখা হলেন সন্দেশখালির আন্দোলনের মুখ।
সন্দেশখালির আন্দোলনের মুখকে লোকসভায় নিয়ে যেতে মরিয়া বিজেপি। অনেকেই আবার একে বিজেপির মাস্টারস্ট্রোক বলছেন। বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থীকে প্রার্থী করা হয়েছে তাঁকে। এই আসনে তৃণমূলের প্রার্থী হিসাবে রয়েছেন নুরুল ইসলাম। আর সেখানেই প্রার্থী করা হল রেখা পাত্রকে।
VIDEO | Lok Sabha Polls 2024: Here’s what Rekha Patra said after the announcement of her candidature from West Bengal’s Basirhat Lok Sabha constituency in BJP’s fifth list of candidates for the upcoming elections. #LSPolls2024WithPTI #LokSabhaElections2024 pic.twitter.com/nIT2NaYpHm
— Press Trust of India (@PTI_News) March 24, 2024
advertisement
advertisement
আরও পড়ুন: বাংলায় বিজেপির দ্বিতীয় দফা প্রার্থীতালিকায় চমকের পর চমক, কোথায় কে দেখুন
বিজেপি প্রার্থী হয়ে রেখা বলেন, ‘সর্বদাই মা-বোনদের পাশে থাকব। মাননীয় নরেন্দ্র মোদিজি আমাকে বেছে নিয়েছেন। আমার মতো গ্রামের মহিলাকে উনি বেছে নিয়েছেন। চিরকাল এখানকার মা বোনেদের হয়ে আমি কথা বলব।’ সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে বিজেপির টিকিট যে এই ইস্যুকে ‘জিইয়ে’ রেখে দেওয়ারও এক সুকৌশল তা বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
advertisement
এবার লোকসভা ভোটের অন্যতম ইস্যু যে সন্দেশখালি তা বলাইবাহুল্য। একের পর এক গ্রামের মহিলারা যে আন্দোলনে নেমেছিলেন, তাতে পাশে দাঁড়িয়েছিল বিজেপি। এমনকী স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতেও আনা হয়েছিল সন্দেশখালির মহিলাদের। তাঁদের সঙ্গে কথাও বলেন তিনি। ইঙ্গিত মিলেছিল তখনই। ভোটের আগে সেই সন্দেশখালিকে সামনে রেখেই এবার বসিরহাট কেন্দ্রে লড়াই করতে চলেছে গেরুয়া শিবির।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2024 9:46 AM IST