Bjp Candidate Abhijit Ganguly: নিশানায় দেবাংশু নয়, তাহলে? অভিজিতের অন্য 'প্ল্যানে' খেলা ঘুরবে তমলুকে?
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Bjp Candidate Abhijit Ganguly: লোকসভা ভোটের প্রচারে ব্যক্তিগত আক্রমণে যেতে নারাজ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তমলুক: লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। এবারের লোকসভা ভোটে রাজনৈতিক বিশ্লেষকদের নজর তমলুক লোকসভা কেন্দ্রের ওপর। এবার লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্র থেকে বাড়তি গুরুত্ব পাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। তমলুক লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক দলের কর্মীদের পাশাপাশি প্রার্থীরাও দাপিয়ে বেড়াচ্ছে লোকসভা কেন্দ্র। সম্প্রতি তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে বিজেপি থেকে মনোনীত হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নাম ঘোষণার পর তিনি তমলুকে আসেন। আর সেখানে লোকসভা ভোটের প্রচারে ব্যক্তিগত আক্রমণে যেতে নারাজ তিনি।
২৫ মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। ইতিমধ্যেই রাজ্যের শাসক বিরোধী ও অন্যান্য দল তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছেন।রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ঘোষণা করেছে এবার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বামেদের হয়ে এবারে তমলুক লোকসভা কেন্দ্রে ভোটে লড়ছেন হাইকোর্টের আইনজীবী তথা বামেদের যুব সারির নেতা সায়ন ব্যানার্জি। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্যকে। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের মহাপ্রভূ মন্দিরে পুজো দিতে আসেন।
advertisement
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই প্রচারে ঝড় তুলতে মরিয়া সব দলই। হলদিয়া থেকে নন্দীগ্রাম, ময়না থেকে কোলাঘাট সর্বত্রই ভোট প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থীরা। ২৬ মার্চ বিকেলে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেখানেই তিনি মন্তব্য করেন লোকসভার নির্বাচনের এই উৎসবে কোনও ব্যক্তিগত আক্রমণ না রাজনৈতিক ইস্যুতেই ভোটের প্রচার হোক। রাজনৈতিক মান বজায় থাকুক।
advertisement
advertisement
প্রসঙ্গত এবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র হাই প্রোফাইল কেন্দ্র হয়ে উঠেছে। এই লোকসভা কেন্দ্রের কোনও রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে জমি ছেড়ে দিতে নারাজ। প্রতিদিনই তাই লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দলের ঠাসা কর্মসূচি। আগে থেকেই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ভেসে উঠেছিল। আর তাতে সিলমোহর পড়তেই তমলুকে মহাপ্রভু মন্দিরে পুজো দিলেন তিনি।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2024 5:05 PM IST