Agnimitra Paul BJP Candidate: দিলীপের 'মাটি'-তে পদ্মপ্রার্থী অগ্নিমিত্রা, মেদিনীপুরে বড় লড়াইয়ের ডাক

Last Updated:

Agnimitra Paul BJP Candidate: প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গড়ে এবার পদ্মপ্রার্থী হলেন অগ্নিমিত্রা পাল।

মেদিনীপুরে প্রার্থী অগ্নিমিত্রা
মেদিনীপুরে প্রার্থী অগ্নিমিত্রা
কলকাতা: জল্পনা জোর হয়ে উঠেছিল রবিবার বিকেল থেকে। আর সন্ধে গড়াতেই সেই জল্পনায় সিলমোহর। প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গড়ে এবার পদ্মপ্রার্থী হলেন অগ্নিমিত্রা পাল। প্রতিপক্ষে তৃণমূলের হয়ে রয়েছেন জুন মালিয়া। অন্যদিকে, দিলীপ ঘোষ এবার আসন বদলে প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে।
আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪-এ বাংলার প্রার্থী তালিকা নিয়ে টানাপোড়েনের মাঝেই দিলীপ ঘোষের সঙ্গে রবিবার বিকেলে দেখা করতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পল। সেখানে গিয়ে তিনি বলেন, ‘দিলীপ দার হাত ধরেই রাজনীতিতে আসা। দিলীপ দার সঙ্গে দেখা করতে আসতে পারি না? প্রার্থী তালিকা তো এখনও ঘোষণা হয়নি। দল যেখানে দায়িত্ব দেবে, সেখানেই দাঁড়াব’।
advertisement
আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, তমলুকে বিজেপির হয়ে লড়বেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
আর রাতে বিজেপির বাংলায় দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করতেই সমস্তটা পরিষ্কার হয়ে যায়। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অগ্নিমিত্রা পালের উপরেই ভরসা রেখেছে বিজেপি শিবির। প্রথম দফায় ২০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পর রবিবার দ্বিতীয় দফায় ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি।
advertisement
advertisement
আসানসোল কেন্দ্র থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন প্রার্থী পবন সিং। স্বাভাবিকভাবেই, এই কেন্দ্রটিতে নতুন প্রার্থী দেওয়ার জায়গা তৈরি হয়। উল্লেখ্য, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের ৪২টি প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যের বাকি ২৩টি আসনেও বিজেপির প্রার্থী তালিকায় দেখা গিয়েছে একের পর এক চমক। তবে চার আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Agnimitra Paul BJP Candidate: দিলীপের 'মাটি'-তে পদ্মপ্রার্থী অগ্নিমিত্রা, মেদিনীপুরে বড় লড়াইয়ের ডাক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement