Adhir Ranjan Chowdhury: 'আমি তো বিপিএল সাংসদ, এবার কী করব?' প্রদেশ সভাপতির পদও ছাড়তে চান অভিমানী অধীর

Last Updated:

সাংসদ পদ হারালেও এখনও প্রদেশ কংগ্রেস সভাপতির পদে রয়েছেন অধীর৷

অধীরের রাজনৈতিক ভবিষ্যৎই সঙ্কটে৷
অধীরের রাজনৈতিক ভবিষ্যৎই সঙ্কটে৷
বহরমপুর: ভোটে হেরে সাংসদ পদ খুইয়েছেন৷ এবার প্রদেশ কংগ্রেস সভাপতির পদও ছাড়ার ইচ্ছেপ্রকাশ করলেন বহরমপুরের পরাজিত কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী৷ তাঁর বদলে যোগ্য কাউকে প্রদেশ সভাপতির পদে বসানোর জন্যও কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করেছেন অধীর৷
এবার জয়ী হলে বহরমপুর থেকে টানা ছ বার জয়ী হতেন অধীর৷ তাঁর হারই সম্ভবত লোকসভা নির্বাচনে এ রাজ্যে সবথেকে অপ্রত্যাশিত ঘটনা৷ অধীরের কথাতেও তাই ঝরে পড়েছে হতাশা৷ এমন কি, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি অধীর৷
কংগ্রেস নেতা বলেন, ‘কী করব আমি জানি না৷ কোনও দিন রাজনীতি করা ছাড়া কিছু শিখিনি৷ দিল্লিতে আমি নিজেকে বিপিএল সাংসদ বলতাম৷ সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে ব্যবসা, বাণিজ্যও শেষ হয়ে গিয়েছে৷
advertisement
advertisement
অনেকেই বলছেন, উগ্র মমতা বিরোধিতা করতে গিয়েই নিজের সমস্যা বাড়িয়েছেন অধীর৷ ভোটে তো হারতে হলই, উল্টে তৃণমূলের সঙ্গে সংঘাতের পথে গিয়ে কংগ্রেস হাইকম্যান্ডেরই বিরাগভাজন হয়েছেন অধীর৷ এমন কি, বিপক্ষে ইউসুফ পাঠানের মতো তারকা মুখ থাকলেও অধীরের সমর্থনে প্রচারে আসেননি রাহুল গান্ধি সহ কংগ্রেসের কোনও শীর্ষ নেতা৷’
আরও পড়ুন:
advertisement
মুখে না বললেও দলের শীর্ষ নেতৃত্বের উপরে অভিমানী অধীর বলেন, ‘তাঁদের হয়তো মনে হয়েছে আমার পাশে দাঁড়ানোর দরকার নেই৷ রাহুল গান্ধি তো এখানে ন্যায় যাত্রায় এসেছিলেন৷ ভালই প্রচার হয়েছে৷ এটা দিল্লির বিষয়৷ আমি কিছু বলতে পারব না৷’
সাংসদ পদ হারালেও এখনও প্রদেশ কংগ্রেস সভাপতির পদে রয়েছেন অধীর৷ যদিও সেই পদ ছাড়তে চান তিনি৷ অধীর বলেন, ‘দল এখন ব্যস্ত৷ আমি তো আগেই বলেছিলাম আমার বদলে অন্য কাউকে প্রদেশ সভাপতি করা হোক৷ কারণ সময় দিতে পারতাম না৷ সনিয়া গান্ধি বলেছিলেন বলে এই পদে ছিলাম৷ এখন দল যোগ্য কাউকে এই পদে বসাক৷’
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিরোধিতা নিয়েও মুখ খুলেছেন অধীর৷ তাঁর সাফাই, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত সংঘাত নেই৷ দিল্লি থেকে বললে জোট হত৷ আমি বলেছিলাম এখানকার সরকার আমাদের দল করতে দিচ্ছে না৷’
বরং তৃণমূলের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘পশ্চিমবঙ্গে তো সব দখল হয়ে গেল আর সন্ত্রাস করে কী হবে? আমার উপরে যা খুশি করুন কিন্তু কংগ্রেস করার অপরাধে কারও উপরে আক্রমণ করবেন না৷’
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Adhir Ranjan Chowdhury: 'আমি তো বিপিএল সাংসদ, এবার কী করব?' প্রদেশ সভাপতির পদও ছাড়তে চান অভিমানী অধীর
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement