Adhir Chowdhury: অধীরের পাশে দাঁড়ালেন মহিলারা! কিন্তু কেন এই সিদ্ধান্ত, জানুন
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Adhir Chowdhury: তাঁরা মনে করছেন অধীর চৌধুরী অর্থাৎ দাদার লোকসভা নির্বাচনে কাজে লাগবে এই অর্থ।
বহরমপুর: ইতিমধ্যে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের হাতে এবার টাকা তুলে দিলেন মহিলা কর্মীরা।তাদের কারও জমির ফসল বিক্রি করে, কারও ছাগল বিক্রি করে, কারও বা স্বামীর এক দিনের রোজগার মিলে মোট প্রায় ১১০০০ টাকা তাদের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর হাতে তুলে দিলেন বহরমপুরের মহিলা কংগ্রেস কর্মীরা। কারণ তারা মনে করছেন অধীর চৌধুরী অর্থাৎ দাদার লোকসভা নির্বাচনে কাজে লাগবে এই অর্থ।
অধীরের হাতে এই আর্থিক সাহায্য তুলে দিয়ে খুশি প্রকাশ করেন মহিলারা। ইডির পক্ষ থেকে কংগ্রেসের বিভিন্ন জায়গাতে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে নির্বাচনের আগে। তাই ভোটের সময়ে নির্বাচনের জন্য টাকা খরচ করতে পারবেন না অনেকেই। আর সেই জন্যই এবার মহিলারা তুলে দিলেন আর্থিক অনুদান।
advertisement
advertisement
মহিলাদের কথায়, দাদা অধীর রঞ্জন চৌধুরীকে সাহায্য করার জন্য এবং দাদার পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যে ০যতটুকু সঞ্চয় করতে পেরেছেন সেই টাকা দাদার হাতে আজকে আমরা তুলে দিলাম লোকসভা নির্বাচনের জন্য। দাদা আমাদের পাশে থাকে, তাই দাদার পাশে দাঁড়িয়ে সাহায্য করার জন্য এই টাকা তুলে দিলাম।
advertisement
যদিও এই অর্থ প্রদানকে কটাক্ষ করেছেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার। তাঁর দাবি, কিছু ঠিকাদার আছে তারা চাঁদা দিয়েছে মহিলাদের হাত দিয়ে।
—কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2024 5:41 PM IST