Abhijit Ganguly Bjp Candidate: জেতা এখনও দূরে, তার আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বড় 'পুরস্কার' বিজেপির! কী এমন হল?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Abhijit Ganguly Bjp Candidate: চলতি মাসেই বিচারপতি পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বিজেপিতে যোগ দেন তিনি।
তমলুক: কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েই আজ গন্ডগোল কবলিত ময়নায় ঢুকলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়েই তমলুকের ময়নায় ভোট প্রচার এবং জনসংযোগে গিয়েছেন। চণ্ডীমাতা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় ঘুরছেন তিনি।
চলতি মাসেই বিচারপতি পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বিজেপিতে যোগ দেন তিনি। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর হাত থেকে তুলে নেন বিজেপির পতাকা। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তমলুকের বিভিন্ন জায়গায় তাঁর নামে শুরু হয়ে গিয়েছিল দেওয়াল লিখন।
advertisement
advertisement
রবিবার বাংলার জন্য বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতেই সেই জল্পনাই সত্যি হল। তমলুক লোকসভা কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ হিসেবে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, বামেদের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই বিচারপতি পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বিজেপিতে যোগ দেন তিনি। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর হাত থেকে তুলে নেন বিজেপির পতাকা। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তমলুকের বিভিন্ন জায়গায় তাঁর নামে শুরু হয়ে গিয়েছিল দেওয়াল লিখন। রবিবার বাংলার জন্য বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতেই সেই জল্পনাই সত্যি হল। তমলুক লোকসভা কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ হিসেবে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, বামেদের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: বিরুদ্ধে কঠিন প্রার্থী, বাংলার এই কেন্দ্রের বিজেপি প্রার্থীকে ফোন মোদির! বুঝিয়ে দিলেন স্ট্র্যাটেজি
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পড়াশোনা মিত্র ইনস্টিটিউশনে। পড়াশোনা শেষে WBCS অফিসার হিসেবে পোস্টিং ছিল উত্তর দিনাজপুরে। কিন্তু, দুর্নীতির সঙ্গে আপস করবেন না বলেই সেই চাকরি ছেড়ে দেন। আইনের জগতে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ইনিংস শুরু করেছিলেন আইনজীবী হিসেবে। প্রায় ১০ বছর তিনি আইনজীবী হিসেবে কাজ করেন। যে SSC-র মামলায় বিচারপতি হিসেবে ঐতিহাসিক সব নির্দেশ দিয়েছেন, দীর্ঘদিন সেই SSC-র আইনজীবী ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ন্যাশনাল ইন্সিওরেন্সের মতো গুরুত্বপূর্ণ মামলাও লড়েছিলেন আইনজীবী হিসেবে। ২০১৮ সালের ২ মে কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০২০-র ৩০ জুলাই থেকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে কাজ শুরু করেন। ২০২৪ সালে সেই পেশায় ইতি টেনেছেন তিনি। সেই পথ ছেড়ে রাজনীতির দিকে পা বাড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। গত ৭ মার্চ যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2024 1:48 PM IST