Lok Sabha Elections 2024: সপ্তম দফার ভোট নিয়ে কড়া কমিশন, শুক্রবার থেকেই সক্রিয় কুইক রেসপন্স টিম

Last Updated:

Lok Sabha Elections 2024: শনিবার সপ্তম দফার ভোট, সপ্তম দফার ভোট নিয়ে কড়া নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের দিন নয়, শুক্রবার থেকেই সক্রিয় হবে কুইক রেসপন্স টিম। ভাঙড়ের ঘটনার পরেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

আজ থেকেই সক্রিয় কুইক রেসপন্স টিম।
আজ থেকেই সক্রিয় কুইক রেসপন্স টিম।
কলকাতা: শনিবার সপ্তম দফার ভোট, সপ্তম দফার ভোট নিয়ে কড়া নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের দিন নয়, শুক্রবার থেকেই সক্রিয় হবে কুইক রেসপন্স টিম। ভাঙড়ের ঘটনার পরেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে শুক্রবার থেকেই ঘটনাস্থলে যাবে কুইক রেসপন্স টিম।
সপ্তম দফা ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে বেশ সক্রিয় নির্বাচন কমিশন। আগেই কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ বাড়ানো হয়েছিল। এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুইক রেসপন্স টিম নিয়ে এই সিদ্ধান্ত কমিশনের।
advertisement
advertisement
সেই সঙ্গে ভাঙড়ের ঘটনা নিয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিককে ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলল নির্বাচন কমিশন। সেই সঙ্গে এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
ভাঙড়ের ঘটনায় পাঁচ জনের নামে অভিযোগ এসেছে তার মধ্যে এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে কমিশন সূত্রে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে কমিশনকে জানিয়েছে কলকাতা পুলিশ।
advertisement
শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, সপ্তম দফার নির্বাচনের জন্য বিপুল পরিমাণে রাজ্য পুলিশও মোতায়েন করা হচ্ছে। সপ্তম দফায় মোট ৩৩২৯২ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে বারাসত পুলিশ জেলায় থাকবেন ২৭১৬ জন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ২৬৬২ জন, বারুইপুর পুলিশ জেলায় ৪৩৬৬ জন, বসিরহাট পুলিশ জেলায় ৩১২০ জন, বিধাননগর পুলিশ কমিশনারেটে ২০৩৪, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় মোতায়েন করা হবে ৩৯২৫ জন, কলকাতা পুলিশ কমিশনারেটে থাকবেন ১১৩১২ জন, সুন্দরবন পুলিশ জেলায় ৩১৫৭ জন।
advertisement
পাশাপাশি ৯টি লোকসভা কেন্দ্রে মিলিয়ে মোট কুইক রেসপন্স টিম থাকবে ১৯৫৮ সেকশন। যার মধ্যে বারাসাত পুলিশ জেলায় ৬৬ সেকশন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ৬০ সেকশন, বারুইপুর পুলিশ জেলায় ১৪২ সেকশন, বসিরহাট পুলিশ জেলায় মোতায়েন করা হবে ১০৩ সেকশন, বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৩২ সেকশন, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ৯৭ সেকশন, কলকাতা পুলিশের এলাকায় ৬০০ সেকশন এবং সুন্দরবন পুলিশ জেলায় মোতায়েন করা হবে ১০৩ সেকশন কুইক রেসপন্স টিমকে।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024: সপ্তম দফার ভোট নিয়ে কড়া কমিশন, শুক্রবার থেকেই সক্রিয় কুইক রেসপন্স টিম
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement