#EgiyeBangla: পঞ্চায়েতের উদ্যোগে জল প্রকল্প, আর্সেনিকমুক্ত পানীয় জল পেয়ে খুশি গাইঘাটার বাসিন্দারা
Last Updated:
#গাইঘাটা: আর্সেনিকমুক্ত পানীয় জল পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বাসিন্দারা। সৌরবিদ্যুতেই চলছে পানীয় জল প্রকল্প। গাইঘাটার গুটরি-সহ আশেপাশের কয়েকটি গ্রামের বহু মানুষ এই জল প্রকল্পের উপর নির্ভরশীল। স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে বাসিন্দাদের জন্য চালু হয়েছে আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্প।
উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা-সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন। পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হয়েছে পানীয় জল প্রকল্প। আর এই প্রকল্পের জল সম্পূর্ণ আর্সেনিকমুক্ত। সেকারণেই গাইঘাটার গুটরি-সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা এই জল প্রকল্পের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ইছাপুর দু' নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গুটরি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জল প্রকল্প তৈরি হয়েছে। সেখানেই স্থানীয় থেকে পার্শ্ববর্তী গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন।
advertisement
advertisement
সৌরবিদ্যুৎ চালিত জল প্রকল্প
-----------------------------------
- আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্প
- বিদ্যুতের খরচ বাঁচাতে সৌরবিদ্যুৎ চালিত পানীয় জল প্রকল্প
- লোডশেডিং থাকলেও জল পেতে সমস্যা হবে না
- সূর্য উঠলেই জল প্রকল্পে বিশুদ্ধ পানীয় জল তৈরি হচ্ছে
আর্সেনিকের দাপট থেকে মুক্তি পেেয়ছেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েতের উদ্যোগে খুশি গাইঘাটা-সহ আশেপাশের মানুষ।
advertisement
আরও পড়ুন: স্টেট ব্যাঙ্কের নিয়মে বড় বদল !
আগে আর্সেনিকের প্রভাবে এলাকায় রোগভোগের প্রকোপ বাড়ছিল। এখন আর্সেনিকমুক্ত পানীয় জল েপয়ে নিশ্চিন্তে তেষ্টা মেটাচ্ছেন বাসিন্দারা। মিটেছে জলের কষ্ট।
view commentsLocation :
First Published :
October 31, 2018 12:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: পঞ্চায়েতের উদ্যোগে জল প্রকল্প, আর্সেনিকমুক্ত পানীয় জল পেয়ে খুশি গাইঘাটার বাসিন্দারা