কাশ্মীরে সেনা-বুলেটে ঝাঁঝরা জঙ্গিনেতা মাসুদ আজহারের ভাইপো

Last Updated:

হাইপ্রোফাইল জঙ্গিদের মধ্যে অন্যতম মুখ মহম্মদ উসমানকে খতম করা চলতি বছরে কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় সাফল্য বলে অভিহিত করা হচ্ছে৷ মাসুদ আজহারের বড়ভাই ইব্রাহিমের ছেলে ছিল উসমান৷

#শ্রীনগর: কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতের জওয়ানরা৷ দক্ষিণ কাশ্মীরের ত্রাল জেলায় মোস্ট ওয়ান্টেড জঙ্গি মহম্মদ উসমানকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী৷ এই মহম্মদ উসমান হল কুখ্যাত পাক জঙ্গিনেতা ও জইশ ই মহম্মদ গোষ্ঠীর মাথা মৌলানা মাসুদ আজহারের ভাইপো৷ উসমান গত ১০ দিন ধরে কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস চালাচ্ছিল উসমান৷
হাইপ্রোফাইল জঙ্গিদের মধ্যে অন্যতম মুখ মহম্মদ উসমানকে খতম করা চলতি বছরে কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় সাফল্য বলে অভিহিত করা হচ্ছে৷ মাসুদ আজহারের বড়ভাই ইব্রাহিমের ছেলে ছিল উসমান৷ ইব্রাহিম হল সেই কুখ্যাত জঙ্গিনেতা, যে ১৯৯৯ সালে জইশ ই মহম্মদ প্রধানকে ছাড়ানোর জন্য IC-814 বিমানটি হাইজ্যাক করেছিল৷ জানা গিয়েছে, চলতি বছরের প্রথম দিকে সীমান্ত পেরিয়ে কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস চালাতে ঢুকেছিল উসমান৷ কাকা মাসুদ আজহারের নির্দেশেই কাশ্মীরে জইশ-এর সংগঠন বাড়ানোই লক্ষ্য ছিল উসমানের৷
advertisement
গত দু সপ্তাহে সন্ত্রাসবাদী কাজকর্ম বাড়িয়ে দিয়েছিল উসমান৷ সিকিওরিটি ফোর্সের কাছে গোপনে তার ডেরার খবর ছিল৷ মঙ্গলবার রাতে সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয় উসমানের৷ সূত্রের খবর, গত জুলাই থেকে কাশ্মীর উপত্যকায় ঘাঁটি গেড়েছে উসমানের ভাই উমরও৷ গত ১০ দিনে উসমান ৮ জন ভারতীয় জওয়ানকে হত্যা করেছে৷ ১২টির বেশি হামলা চালায়৷ উসমান খতমের পরেই জম্মু-কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল সেনাবাহিনীকে সতর্ক করেছেন৷ কারণ, স্নিপার হামলা চালিয়ে জওয়ানদের টার্গেট করার পরিকল্পনা রয়েছে জইশ-এর সদস্যদের৷ তবে উসমান কী ধরনের অস্ত্র ব্যবহার করছিল, তার হদিশ পাওয়া যায়নি৷
advertisement
advertisement
নিরাপত্তা বাহিনীর অনুমান, NATO বাহিনী যে ধরনের অস্ত্র ব্যবহার করে, সেই ধরনের অত্যাধুনিক অস্ত্রই ব্যবহার করছিল উসমান৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে সেনা-বুলেটে ঝাঁঝরা জঙ্গিনেতা মাসুদ আজহারের ভাইপো
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement