কাশ্মীরে সেনা-বুলেটে ঝাঁঝরা জঙ্গিনেতা মাসুদ আজহারের ভাইপো

Last Updated:

হাইপ্রোফাইল জঙ্গিদের মধ্যে অন্যতম মুখ মহম্মদ উসমানকে খতম করা চলতি বছরে কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় সাফল্য বলে অভিহিত করা হচ্ছে৷ মাসুদ আজহারের বড়ভাই ইব্রাহিমের ছেলে ছিল উসমান৷

#শ্রীনগর: কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতের জওয়ানরা৷ দক্ষিণ কাশ্মীরের ত্রাল জেলায় মোস্ট ওয়ান্টেড জঙ্গি মহম্মদ উসমানকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী৷ এই মহম্মদ উসমান হল কুখ্যাত পাক জঙ্গিনেতা ও জইশ ই মহম্মদ গোষ্ঠীর মাথা মৌলানা মাসুদ আজহারের ভাইপো৷ উসমান গত ১০ দিন ধরে কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস চালাচ্ছিল উসমান৷
হাইপ্রোফাইল জঙ্গিদের মধ্যে অন্যতম মুখ মহম্মদ উসমানকে খতম করা চলতি বছরে কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় সাফল্য বলে অভিহিত করা হচ্ছে৷ মাসুদ আজহারের বড়ভাই ইব্রাহিমের ছেলে ছিল উসমান৷ ইব্রাহিম হল সেই কুখ্যাত জঙ্গিনেতা, যে ১৯৯৯ সালে জইশ ই মহম্মদ প্রধানকে ছাড়ানোর জন্য IC-814 বিমানটি হাইজ্যাক করেছিল৷ জানা গিয়েছে, চলতি বছরের প্রথম দিকে সীমান্ত পেরিয়ে কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস চালাতে ঢুকেছিল উসমান৷ কাকা মাসুদ আজহারের নির্দেশেই কাশ্মীরে জইশ-এর সংগঠন বাড়ানোই লক্ষ্য ছিল উসমানের৷
advertisement
গত দু সপ্তাহে সন্ত্রাসবাদী কাজকর্ম বাড়িয়ে দিয়েছিল উসমান৷ সিকিওরিটি ফোর্সের কাছে গোপনে তার ডেরার খবর ছিল৷ মঙ্গলবার রাতে সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয় উসমানের৷ সূত্রের খবর, গত জুলাই থেকে কাশ্মীর উপত্যকায় ঘাঁটি গেড়েছে উসমানের ভাই উমরও৷ গত ১০ দিনে উসমান ৮ জন ভারতীয় জওয়ানকে হত্যা করেছে৷ ১২টির বেশি হামলা চালায়৷ উসমান খতমের পরেই জম্মু-কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল সেনাবাহিনীকে সতর্ক করেছেন৷ কারণ, স্নিপার হামলা চালিয়ে জওয়ানদের টার্গেট করার পরিকল্পনা রয়েছে জইশ-এর সদস্যদের৷ তবে উসমান কী ধরনের অস্ত্র ব্যবহার করছিল, তার হদিশ পাওয়া যায়নি৷
advertisement
advertisement
নিরাপত্তা বাহিনীর অনুমান, NATO বাহিনী যে ধরনের অস্ত্র ব্যবহার করে, সেই ধরনের অত্যাধুনিক অস্ত্রই ব্যবহার করছিল উসমান৷
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে সেনা-বুলেটে ঝাঁঝরা জঙ্গিনেতা মাসুদ আজহারের ভাইপো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement