West Bengal Teacher: শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল স্কুলের পরীক্ষা! বিপাকে পড়ুয়ারা, উদ্বিগ্ন প্রধান শিক্ষক

Last Updated:

West Bengal Teachers: শিক্ষকের অভাবে পরীক্ষা বন্ধ হয়ে গেল মুর্শিদাবাদের পঞ্চগ্রাম হাই স্কুলে। শুক্রবার থেকে বন্ধ করা হল বিদ্যালয়ের পরীক্ষা। নোটিশ জারি হতেই বিপাকে পড়েছে পড়ুয়ারাও।

+
মুর্শিদাবাদের

মুর্শিদাবাদের পঞ্চগ্রাম হাইস্কুল

মুর্শিদাবাদ: শিক্ষকের অভাবে পরীক্ষা বন্ধ হয়ে গেল মুর্শিদাবাদের পঞ্চগ্রাম হাই স্কুলে। শুক্রবার থেকে বন্ধ করা হল বিদ্যালয়ের পরীক্ষা। নোটিশ জারি হতেই বিপাকে পড়েছে পড়ুয়ারাও। জানা গিয়েছে, বৃহস্পতিবার রায় হওয়ার পরেই কর্মচুত শিক্ষকরা। তারা শুক্রবার বিদ্যালয়ে প্রবেশ করেননি। আর সেই কারণেই পরীক্ষা স্থগিত করে দিতে বাধ্য হন বিদ্যালয় কর্তৃপক্ষ।
শুধু তাই নয়, ছাত্র ছাত্রীদের জন্য দুটি বিভাগ চালু করা হলেও সেটাও নিয়ে আসা হয়েছে এক সঙ্গে একটি ক্লাসে। শুক্রবার থেকে একই সঙ্গে ক্লাস শুরু হল ছাত্র ও ছাত্রীদের নিয়ে। বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, মুর্শিদাবাদের পঞ্চগ্রাম হাইস্কুলে ৩৩ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ১৩ জন শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে আদালতের নির্দেশে চাকরি থেকে কর্মচুত হয়েছেন। চাকরি চলে যাওয়ায় ছাত্র এবং শিক্ষকদের মধ্যে অনুপাত দাঁড়িয়েছে মাত্র ১ জনে।
advertisement
advertisement
এত সংখ্যক একসঙ্গে চাকরি চলে যাওয়ার কারণে বিপাকে স্কুল কর্তৃপক্ষ থেকে পড়ুয়ারা সকলেই। প্রধান শিক্ষক জানিয়েছেন, পঞ্চগ্রাম হাইস্কুলে প্রধান শিক্ষককে নিয়ে ৩৩জন শিক্ষক ছিলেন। ১৩জন শিক্ষক ও শিক্ষিকা কর্মচুত হয়েছেন। শুক্রবার থেকে পরীক্ষা চালু হওয়ার কথা ছিল কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি দিনের প্রথম যে ক্লাস সেই ক্লাস নেওয়ার শিক্ষক মিলছে না বিদ্যালয়ে। ফলে এতজন শিক্ষক একদিনে অনুপস্থিত সেই কারণেই খুব চিন্তিত যেমন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠিক তেমনই বিদ্যালয়ের পড়ুয়ারাও।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal Teacher: শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল স্কুলের পরীক্ষা! বিপাকে পড়ুয়ারা, উদ্বিগ্ন প্রধান শিক্ষক
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement