West Bengal School Library: দীর্ঘ ১১ বছর নতুন করে কোনও নিয়োগ হয়নি, সরকারি নির্দেশে এ বার এক জন গ্রন্থাগারিক সামলাবেন দু’টি স্কুলের গ্রন্থাগার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
গ্রন্থাগারগুলির দেখাশোনার সমস্যা সমাধান করতে এ বার হিন্দু স্কুলের গ্রন্থাগারিককে সপ্তাহে তিন দিন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে গিয়ে গ্রন্থাগার পরিচালনা করতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: দীর্ঘ ১১ বছর ধরে রাজ্যের সরকারি স্কুলের গ্রন্থাগারগুলিতে গ্রন্থাগারিক নিয়োগ হয়নি। তার ফলে গ্রন্থাগারগুলি দেখভাল নিয়ে তৈরি হয়েছে সমস্যা। সরকারি নির্দেশে এ বার এক জন লাইব্রেরিয়ান সামলাবেন দু’টি স্কুলের গ্রন্থাগার।
গ্রন্থাগারগুলির দেখাশোনার সমস্যা সমাধান করতে এ বার হিন্দু স্কুলের গ্রন্থাগারিককে সপ্তাহে তিন দিন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে গিয়ে গ্রন্থাগার পরিচালনা করতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর।
advertisement
অর্থাৎ কলকাতার হিন্দু স্কুলের গ্রন্থাগারিক জিষ্ণু ভট্টাচার্যকে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের গ্রন্থাগারের দায়িত্বও সামলাতে হবে। সরকারের দেওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, জিষ্ণুবাবু সোমবার, মঙ্গলবার ও বুধবার হিন্দু স্কুলের গ্রন্থাগার দেখভাল করবেন। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার তিনি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের গ্রন্থাগার সামলাবেন।
advertisement
এক জন গ্রন্থাগারিককে দু’টি স্কুলের গ্রন্থাগারের দায়িত্ব দেওয়ায় জোর জল্পনা শুরু হয়েছে শিক্ষকমহলে। যদিও এক জন গ্রন্থাগারিককে দু’টি স্কুলের দায়িত্ব দেওয়ায় আইনত কোনও বাধা নেই। কিন্তু শিক্ষক মহলের আশঙ্কা, একজনের হাতে দু’টি স্কুলের দায়িত্বে থাকলে কোনওটাই যথাযথ ভাবে চলবে কী না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
advertisement
বর্তমানে রাজ্যে সরকারি স্কুলের সংখ্যা ৪১। তার মধ্যে ৩১ স্কুলে গ্রন্থাগার রয়েছে। এবং তার জন্য শূন্যপদও রয়েছে। বর্তমানে মাত্র চারটি স্কুলে গ্রন্থাগারিক রয়েছেন। বাকি ২৭ পদ শূন্য।
শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, একটি স্কুলে গ্রন্থাগারিক আছে অপর স্কুলটিতে গ্রন্থাগারিক নেই। তাই পড়ুয়াদের কিছুটা যাতে সুবিধা হয়, তাই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা পিএসসির মাধ্যমে শূন্যপদে নিয়োগের জন্য আবেদন করেছি।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 5:12 PM IST