Salary Hike: বেতন বাড়ল এসএসকে-এমএসকের শিক্ষকদের, এবার থেকে কত টাকা করে পাবেন জানুন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Salary Hike: শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)-এর শিক্ষকদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পেল। স্কুল শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)-এর শিক্ষকদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পেল। স্কুল শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসকের এক জন সহায়ক বা সহায়িকা (শিক্ষক) এখন পান ১১,৫৯৩ টাকা। সেই বেতন বৃদ্ধি পেয়ে হবে ১১,৯৪১ টাকা। এমএসকের এক জন সম্প্রসারক বা সম্প্রসারিকা (শিক্ষক বা শিক্ষিকা) এখন বেতন পান ১৪,৬৩২ টাকা। তা বৃদ্ধি পেয়ে হবে ১৫,০৭১ টাকা।এক জন মুখ্য সহায়ক বা মুখ্য সহায়িকা (প্রধান শিক্ষক বা শিক্ষিকা) এখন পান ১৬,২৩১ টাকা। সেই বেতন বৃদ্ধি পেয়ে হবে ১৬,৭১৮ টাকা। এমএসকের এক জন সম্প্রসারক বা সম্প্রসারিকা (শিক্ষক বা শিক্ষিকা) এখন বেতন পান ১৫,০৭১ টাকা। তা বৃদ্ধি পেয়ে হবে ১৫,৫২৩ টাকা।
advertisement

advertisement
আরও পড়ুন-জানুয়ারিতে ‘জ্যাকপট’…! মকর রাশিতে সূর্য-বুধের সংযোগ, বুধাদিত্য রাজযোগে ‘রাজা’ হবে ৩ রাশি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
রাজ্যে পিছিয়ে পড়া শ্রেণির শিশুদের স্কুলে যাওয়ার জন্য উপযোগী করে তোলা হয় এই এসএসকে এবং এমএসকেতে। সেখানে তাদের প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। তারপরেই তারা স্কুলে ভর্তি হয়। রাজ্যে শিশু শিক্ষা কেন্দ্রের সংখ্যা ১৬ হাজার। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সংখ্যা হল দেড় হাজার। মাদ্রাসাতেও রয়েছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। সেগুলির সংখ্যা ৪০০। এখন প্রায় ৪০ হাজার শিক্ষক রয়েছেন রাজ্যের এমএসকে এবং এসএসকেতে। এই শিক্ষকদের অভিযোগ, দীর্ঘ দিন তাঁদের বেতন বৃদ্ধি পায়নি। নতুন নিয়োগও হয়নি। ২০১৮ সালের শেষ থেকে তাঁরা আন্দোলন শুরু করেন।
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! রাহু-কেতুর গোচরে জীবন ছারখার? আপনার জীবনে কী প্রভাব পড়ছে, সাবধান না হলেই সব শেষ!
২০১৯ সালে পঞ্চায়েত দফতর থেকে শিক্ষা দফতরের অধীনে আনা হয় এই এসএসকে এবং এমএসকেগুলিকে। ২০২১ সালে ঘোষণা করা হয় যে, এই শিক্ষকদের ৫ লক্ষ টাকা অবসরকালীন ভাতা দেওয়া হবে। এককালীন দেওয়া হবে এই ভাতা। প্রত্যেক বছর ৩ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে। সেই মতো এবছর এই বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হল।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2026 3:32 PM IST










