Job Vacancy: ইংরাজিতে দক্ষতা রয়েছে? মুর্শিদাবাদে অর্থ দফতরে নিয়োগ! খুঁটিনাটি জেনে আবেদন করুন আজই

Last Updated:

West Bengal Job Vacancy: মুর্শিদাবাদে ৯ ক্লার্ক নেবে সরকার। তাঁদের জেলা প্রশাসনিক ভবন ছাড়াও মহকুমা ও ব্লক অফিস গুলোতে নিয়োগ করা হবে। জেলা প্রশাসনের অধীনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

মুর্শিদাবাদ জেলা শাসক কার্যালয় 
মুর্শিদাবাদ জেলা শাসক কার্যালয় 
মুর্শিদাবাদ: আপনি কি চাকরি খুঁজছেন? মুর্শিদাবাদে ৯ ক্লার্ক নেবে সরকার। তাঁদের জেলা প্রশাসনিক ভবন ছাড়াও মহকুমা ও ব্লক অফিস গুলোতে নিয়োগ করা হবে। জেলা প্রশাসনের অধীনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, রিটায়ার্ড চুক্তিভিত্তিক ৯ ক্লার্কের শূন্যপদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকার/কেন্দ্রীয় সরকার/প্রাক্তন সেনাকর্মী হিসেবে কর্মরত থেকে অবসরপ্রাপ্ত যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ সংক্রান্ত শর্তাবলি রাজ্য সরকারের অর্থ দফতরের বিজ্ঞপ্তি নং 10935-F(P) এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী প্রযোজ্য হবে।
মুর্শিদাবাদ জেলা শাসক দফতর সুত্রে জানা গিয়েছে, পদের নাম:  রিটায়ার্ড চুক্তিভিত্তিক ক্লার্ক। শূন্যপদ: ৯। বেতন : মাসিক ১০,০০০ টাকা (সাম্মানিক )। যোগ্যতা ও অভিজ্ঞতা: চুক্তিভিত্তিক নিয়োগের জন্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। দফতরের বিভিন্ন কাজ ও ক্লারিক্যাল কাজে অভিজ্ঞতা ইংরেজিতে ড্রাফটিং-এর জ্ঞান থাকা আব্যশিক। নিয়োগের মেয়াদ এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে এবং কর্মদক্ষতা সন্তোষজনক হলে পরবর্তীতে নবীকরণ করা হতে পারে। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৬৪ বছরের বেশি হওয়া যাবে না।
advertisement
আরও পড়ুনঃ বছর শুরুতেই তুষারপাত ভুটানে, বাড়ল পর্যটকদের আনাগোনা, দেখুন মন ভাল করা ছবি 
মাথায় রাখতে হবে, আবেদন গ্রহণযোগ্য হবে শুধুমাত্র সেই সমস্ত কর্মীদের, যারা ৩১.১২.২০২৫ বা তার আগে অবসরগ্রহণ করেছেন। সম্প্রতি অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে। এই জন্য নিবন্ধিত চিকিৎসকের মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। আবেদনপত্র নির্ধারিত ফর্ম্যাটে জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতার নথি এবং PPO-এর কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঘুমালেই ‘স্লিপ প্যারালাইসিস’-এ জেরবার! কেন এমন হয়? কীভাবে সহজেই মিলবে মুক্তি? জানুন বিশেষজ্ঞের মত
ক্ল্যারিকাল কাজের মৌলিক জ্ঞানের উপর ভিত্তি করে জেলা শাসক ও কালেক্টরের দফতরে ওয়াক-ইন-ইন্টারভিউ নেওয়া হবে। সাক্ষাৎকারের তারিখ ও পদ্ধতি পরবর্তীতে জানানো হবে। সাক্ষাৎকারের দিন প্রার্থীদের অবশ্যই শেষ কর্মস্থল থেকে প্রাপ্ত PPO বা Release Order যদি PPO না পাওয়া যায়, এবং বৈধ ছবি-সহ পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের আবেদন জমা দেওয়ার শেষ তারিখের পর নিয়মিতভাবে জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট www.murshidabad.gov.in অথবা ই-মেল/হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজ্ঞপ্তির আপডেট খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
আবেদন জমা দেওয়ার পদ্ধতি। পূর্ণাঙ্গ আবেদনপত্র একটি সিল করা খামে পাঠাতে হবে বা সরাসরি জমা দিতে হবে। ঠিকানা: Office of the District Magistrate & Collector, Murshidabad Cantonment Road, P.O. & P.S.- Berhampore, Dist.- Murshidabad, Pin-742101, Room No.-208 (General Establishment Section)। আবেদনপত্র সংগ্রহ ও জমা নেওয়া হবে প্রতিদিন (কর্মদিবসে) সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job Vacancy: ইংরাজিতে দক্ষতা রয়েছে? মুর্শিদাবাদে অর্থ দফতরে নিয়োগ! খুঁটিনাটি জেনে আবেদন করুন আজই
Next Article
advertisement
Mamata Banerjee on SIR Hearing: এসআইআর হয়রানি নিয়ে মঙ্গলবারই আইনি পথে, প্রয়োজনে নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করব:মমতা
এসআইআর হয়রানি নিয়ে মঙ্গলবারই আইনি পথে, প্রয়োজনে নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করব:মমতা
  • এসআইআর হয়রানি নিয়ে সরব মমতাও৷

  • মঙ্গলবারই মামলা, জানালেন মুখ্যমন্ত্রী৷

  • দরকারে নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করবেন, দাবি মুখ্যমন্ত্রীর৷

VIEW MORE
advertisement
advertisement