Job Recruitment 2025: ১৮,০০০-২৫,০০০ হাজার মাসিক বেতন, স্বাস্থ্য বিভাগে নার্স-সহ একাধিক পদে নিয়োগ, জানুন আবেদনের খুঁটিনাটি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Job Recruitment 2025: স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে জেলা প্রশাসনের উদ্যোগে। স্বাস্থ্য বিভাগে একাধিক পদে দুর্দান্ত ভ্যাকেন্সি। শুধুমাত্র অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পদের জন্য।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: জেলায় ফের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। ইতিমধ্যে জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। হাতে মাত্র স্বল্পদিন সময়। যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে এখনই আবেদন জানান বেশ কয়েকটি পদের জন্য। স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে জেলা প্রশাসনের উদ্যোগে। স্বাস্থ্য বিভাগে একাধিক পদে দুর্দান্ত ভ্যাকেন্সি। শুধুমাত্র অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পদের জন্য।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলায় মোট ৩৮ শূন্যপদে কমিউনিটি হেলথ অ্যাসিস্টান্ট নিয়োগ করবে জেলা প্রশাসন। ন্যাশনাল আরবান হেলথ মিশনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে এই নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। জিএনএম কিংবা এএনএম থাকা বাধ্যতামূলক। আবেদনকারীকে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে রেজিস্টার থাকতে হবে। যে কোনও ইউপিএইচসিতে পোস্টিং দেওয়া হবে নিযুক্ত ব্যক্তিদের। প্রতিমাসে বেতন ১৩ হাজার টাকা।
advertisement
আরও পড়ুনঃ ৫ টাকায় মেলে সবুজ ফলটি, খেতেও সুস্বাদু! এই ফলই সবচেয়ে বেশি প্রোটিনে ঠাসা, জিমে গেলে রোজ একটি খান
advertisement
আরও পড়ুনঃ রসুন, ধনেপাতা, লঙ্কা, লেবু ফলবে একই পাত্রে…! কড়া শীতের আগেই গাছ উপচে পরবে ফল-সবজিতে, বাজারে যাওয়ার দরকার হবে না
একইভাবে জিএনএম অথবা বিএসসি কোর্স থাকলে আবেদন করতে পারবে স্টাফ নার্স পদের জন্য। মোট ১৬টি শূন্য পদে স্টাফ নার্স নিয়োগ করা হবে। এক্ষেত্রেও ১০০ নম্বরের একাধিক মূল্যায়নের ভিত্তিতে নিয়োগ করা হবে আবেদনকারীদের। এক্ষেত্রেও বয়স মেয়ে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা। ২৬ নভেম্বরের মধ্যে আবেদন জানাতে হবে।
advertisement
চুক্তিভিত্তিক এই কর্মী নিয়োগের জন্য অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদন জানাতে গেলে অসংরক্ষিত পদের জন্য ১০০ টাকা এবং সংরক্ষিত পদের জন্য ৫০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। বিশদে জানতে, জেলা প্রশাসনের মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। জেলা প্রশাসনের ওয়েবসাইট দেখে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আবেদন জানাতে হবে।
view commentsLocation :
Paschim Medinipur,West Bengal
First Published :
November 18, 2025 2:30 PM IST

