West Bengal JEE Result 2024: জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অর্জনছে ত্রিবেনীর রিতম ব্যানার্জির
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
West Bengal JEE Result 2024: বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্টান্স এক্সামিনেশনের ফলাফল। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে প্রত্যাশিতভাবে ভালফল করে এগিয়ে এসেছে ছাত্র-ছাত্রীরা।
হুগলি: বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্টান্স এক্সামিনেশনের ফলাফল। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে প্রত্যাশিতভাবে ভালফল করে এগিয়ে এসেছে ছাত্র-ছাত্রীরা। এখানেই রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে হুগলির রিতম ব্যানার্জি। মোট ২০০ নম্বরের পরীক্ষায় ১৬৭ প্রাপ্ত নম্বর তাঁর। রিতমের আগামী লক্ষ্য কম্পিউটার সাইন্স নিয়ে অগ্রসর হওয়ার। ঘরের ছেলের সাফল্যে খুশির হাওয়া পরিবার পরিজনদের মধ্যে।
আরও পড়ুনঃ রাজ্য জয়েন্টে প্রথম ৪ জন পশ্চিমবঙ্গ বোর্ডের, বাজিমাত আর কাদের? দেখুন প্রথম ১০ মেধাতালিকা
ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠের ছাত্র রিতম। বাবা ডক্টর দেবকীনন্দন ব্যানার্জি পেশায় ত্রিবেণী টিস্যু ফ্যাক্টরির চিফ মেডিকেল অফিসার। মা পারমিতা ব্যানার্জি ছিলেন একসময়ের ইলেকট্রনিক্সের প্রফেসর। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী রিতম , তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। এই বছর আইএসসি পরীক্ষায় ৯৮. ২৫ শতাংশ নাম্বার পেয়েছে সে। রিতমের ইচ্ছা সে একজন কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ার হবে। তবে তার নজর রয়েছে আগামী রবিবারে আই আই টি রেজাল্টের উপরে।
advertisement
advertisement
নিজের সাফল্যের চাবিকাঠির সিক্রেট বিষয়ে ঋতম বলেন, আগে থেকেই প্রত্যাশিত ছিল জয়েন্ট এনট্রান্স এ সে ভালফল করবে। সেই কারণে সময় মত পড়াশোনার সঙ্গে সঙ্গে ভালো করে অধ্যাবসার মধ্যে দিয়ে কাটিয়েছে শেষ দুই বছর। পরীক্ষার নম্বরের জন্য পড়াশোনা নয় বরং সেটিকে জেনে বোঝার জন্য পড়াশোনা করে এসেছিল রিতম। আইএসসিউ রেজাল্ট এর ফল যখন বের হয় তখন থেকেই কিছুটা আত্মবিশ্বাসী ছিল পরে জয়েন্টের রেজাল্ট বেরোতে কার্যতো স্বপ্ন পূরণ হয়েছে রিতমের। তবে নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন আগামী রবিবারের আইআইটির রেজাল্ট বেরোনোর পরেই এমনটাই জানিয়েছে জয়েন্ট এনট্রান্স পরীক্ষায় ষষ্ঠ রীতম ব্যানার্জি।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2024 6:23 PM IST