WBJEE Topper List 2024: রাজ্য জয়েন্টে প্রথম ৪ জন পশ্চিমবঙ্গ বোর্ডের, বাজিমাত আর কাদের? দেখুন প্রথম ১০ মেধাতালিকা

Last Updated:

West Bengal JEE Topper List 2024: মেধাতালিকায় থাকা পড়ুয়ারা চারজন পশ্চিমবঙ্গ বোর্ডের, চার জন সিবিএসই বোর্ডের ও দু'জন আইএসসি বোর্ডের।

রাজ্য জয়েন্টের মেধাতালিকা
রাজ্য জয়েন্টের মেধাতালিকা
কলকাতা: ৩৮ দিনের মাথায় প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর পরীক্ষার ফলাফল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে জানানো হল ফলাফল। পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে আজ ৬ জুন বৃহস্পতিবার বেলা ২.৩০টার সময় কলকাতার সল্টলেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দফতরে প্রেস কনফারেন্সে ফলাফল প্রকাশ করা হয়। তবে আজ বিকেল ৪টার পর থেকেই পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাবেন।
এ বছর রাজ্য জয়েন্টে ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ পরাক্ষার্থী রেজিস্ট্রার করেছিলেন। তাঁদের মধ্যে ৯৯,৫৭৪ জন ছাত্র। ৯৮ হাজার পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী ছিলেন। ৩২৮টি পরীক্ষা কেন্দ্র ছিল। ৮৮ শতাংশ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছেন। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রেসিডেন্ট মলয়েন্দু সাহা জানিয়েছেন, ‘রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে। ওএমআর শিটের জন্য মেজর সিকিউরিটি নেওয়া হয়েছিল। দাবদাহের জন্য পর্যাপ্ত জল রাখা হয়েছিল। ফল প্রকাশের পর র‍্যাঙ্ক কার্ডে অসৎ উপায় অবলম্বন রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
advertisement
তিনি আরও জানান, এবছরে ছাত্রীদের কারিগরী শিক্ষায় উৎসাহ দিতে ফিস কমানো হয়েছিল। ছাত্রীদের অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে। আন্দামান থেকে ১২ জন ও দমন-দিউ থেকে ৬ জন এই পরীক্ষায় বসেছিলেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সে অংশ নিয়েছেন অনেকে।
advertisement
advertisement
প্রথম দশ জন
১। কিংশুক পাত্র, বাঁকুড়া জেলা স্কুল
২। শুভ্রদীপ পাল, কল্যাণী ইউনিভার্সিটি স্কুল
৩। বিভাসন বিশ্বাস, কৃষ্ণনগর
৪। ইরাদ্রি বসু খান্দ, দার্জিলিং পাবলিক স্কুল
৫। ময়ুখ চৌধুরী, সাউথ পয়েন্ট
advertisement
৬। রিতম বন্দ্যোপাধ্যায়, হুগলি
৭। অভীক দাস, আলিপুরদুয়ার
৮। অথর্ব সিংহানিয়া রুবি পাবলিক
৯। সৌনক কর, স্কটিশ চার্চ কলেজ
১০। বিজিত ময়িশ, বিডি মেমোরিয়াল নরেন্দ্রপুর
আরও পড়ুন: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় বাংলার বাজিমাত, প্রথম স্থানে ৩ জন! উজ্জ্বল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
মেধাতালিকায় থাকা পড়ুয়ারা চারজন পশ্চিমবঙ্গ বোর্ডের, চার জন সিবিএসই বোর্ডের ও দু’জন আইএসসি বোর্ডের।
advertisement
কোথায় কীভাবে দেখবেন নিজের রেজাল্ট?
বৃহস্পতিবার ৬ জুন, বিকেল ৪টের পর থেকে পরীক্ষার্থীরা www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে জয়েন্ট এন্ট্রান্সের র‍্যাঙ্ককার্ড বা স্কোরকার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBJEE Topper List 2024: রাজ্য জয়েন্টে প্রথম ৪ জন পশ্চিমবঙ্গ বোর্ডের, বাজিমাত আর কাদের? দেখুন প্রথম ১০ মেধাতালিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement