West Bengal HS 2024: বড় ঘোষণা! উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু মে মাস থেকে, বিজ্ঞপ্তি জারি শিক্ষা সংসদের
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal HS 2024: এবার থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে মে মাস থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানাল। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি বছরে যারা একাদশ শ্রেণিতে উঠবেন তাঁদের সময় থেকেই উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি।
কলকাতাঃ এবার থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে মে মাস থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানাল। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি বছরে যারা একাদশ শ্রেণিতে উঠবেন তাঁদের সময় থেকেই উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি।
আরও পড়ুনঃ ২২ এপ্রিল থেকে শুরু স্কুলের গরমের ছুটি, নির্দেশিকা জারি শিক্ষা দফতরের
আর সেই সেমিস্টার পদ্ধতিতেই মে মাস থেকে ক্লাস শুরুর নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।সেমিস্টার ওয়ান ও তিনের ক্লাস শুরু হবে মে মাস এর মাঝামাঝি থেকে, চলবে অক্টোবর মাস পর্যন্ত। আর সেমিস্টার টু ও চার ক্লাস শুরু হবে নভেম্বর থেকে,চলবে এপ্রিল মাস পর্যন্ত।
advertisement
advertisement
সেমিস্টার ওয়ান ও সেমিস্টার টু এর পরীক্ষার প্রশ্ন হবে মাল্টিপেল চয়েস টাইপ ও শর্ট প্রশ্ন। সেমিস্টার ওয়ানের পরীক্ষা হবে ওএমআর শিট এ।সেমিস্টার ওয়ান ও সেমিস্টার টু এর প্রশ্ন করবে স্কুলগুলি। অন্যদিকে সেমিস্টার থ্রি ও সেমিস্টার ৪ এর পরীক্ষা নেবে সংসদ। সেমিস্টার থ্রি ও সেমিস্টার ফোরের প্রাকটিক্যাল ও প্রজেক্ট পরীক্ষার নম্বর কাউন্সিল তাদের পোর্টাল এ আপলোড করবে। প্রতি বছর সেমিস্টার ফোরের পরীক্ষা এপ্রিল মাসে হবে। সেমিস্টার ৩ ও সেমিস্টার ৪ এর নম্বর এর ভিত্তিতেই উচ্চ মাধ্যমিক এর মোট নম্বর দেওয়া হবে ছাত্র ছাত্রীদের।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2024 3:52 PM IST