Higher Secondary 2023: উচ্চ মাধ্যমিক ২০২৩-এর পরীক্ষার দিন ঘোষণা সংসদের, নিয়মে রয়েছে বদল

Last Updated:

২০২৩ সালে অন্য স্কুলে গিয়েই পরীক্ষা হবে। এ বছরের মতো হোম সেন্টারে পরীক্ষা আর হবে না। (Higher Secondary 2023)

Higher Secondary 2023
Higher Secondary 2023
#কলকাতা: প্রকাশিত হল ২০২২ সালের উচ্চ মাধ্যমিকের ফল। এবারের মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৪৪ লক্ষ ৬৫৫ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন। ৯৬.৮ শতাংশ পরীক্ষায় বসেছেন। মোট পাশ করেছেন ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ৯০.১৯ শতাংশ ছেলে, ৮৬.৯৮ মেয়েদের পাশের হার এ বছর। ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৭৮.১৬ শতাংশ। (Higher Secondary 2023)
advertisement
এদিন ফল প্রকাশের সময়ই পরের বছরের একাদশ বার্ষিক ও পরের বছরের উচ্চ মাধ্যমিকের দিন ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ২০২৩ সালের একাদশ বার্ষিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে ১৪ মার্চ, শেষ হবে ২৭ মার্চ। বিস্তারিত সূচি সংসদের ওয়েবসাইটে পাওয়া যাবে। পূর্ণাঙ্গ সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। ২০২৩ সালে অন্য স্কুলে গিয়েই পরীক্ষা হবে। এ বছরের মতো হোম সেন্টারে পরীক্ষা আর হবে না।
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, পাশের হার ৮৮.৪৪ শতাংশ
সংসদের ইতিহাসে এই প্রথম নিজেদের স্কুলে পরীক্ষা দিয়েছেন নিজেদের চেনা পরিবেশে। এ বছরে কোথাও টোকাটুকি, মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা বা প্রশ্নপত্র নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি। মাত্র ৪৪ দিনের মাথায় এভাবে পরীক্ষার ফলপ্রকাশ সংসদের ইতিহাসে রেকর্ড। ৫৬টি বিষয়ে পরীক্ষা হয়েছে। জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
advertisement
আরও পড়ুন: রেকর্ড দিনে এবারের উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, রেকর্ড মেধাতালিকাতেও
এ বছর প্রথম হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। মূলত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্যের মোট সাড়ে ছয় হাজারের বেশি স্কুলে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। যদিও আগামী বছর থেকে পুরনো নিয়মেই ফেরার পরিকল্পনা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Higher Secondary 2023: উচ্চ মাধ্যমিক ২০২৩-এর পরীক্ষার দিন ঘোষণা সংসদের, নিয়মে রয়েছে বদল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement