Marksheet: মার্কশিটেও থাকবে টাকার মতো সুরক্ষা-প্রযুক্তি! জাল রুখতে নয়া ব্যবস্থা শিক্ষা সংসদের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Marksheet: ভারতীয় টাকায় থাকা সুরক্ষা ও প্রযুক্তি এবার থাকছে শিক্ষা সংসদের মার্কশিটেও। কেউ যাতে কোনও ভাবে মার্কশিট জাল না করতে পারে তাই এই পদ্ধতি অবলম্বন করছে শিক্ষা সংসদ৷
কলকাতা: ভারতীয় টাকায় থাকা সুরক্ষা ও প্রযুক্তি এবার থাকছে শিক্ষা সংসদের মার্কশিটেও। কেউ যাতে কোনও ভাবে মার্কশিট জাল না করতে পারে তাই এই পদ্ধতি অবলম্বন করছে শিক্ষা সংসদ৷
প্রশ্নপত্রের পর এ বার মার্কশিটেও নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, চতুর্থ সেমিস্টারের পর যে মার্কশিট দেওয়া হবে পরীক্ষার্থীদের সেখানে ইউভি সিকিউরিটি থ্রেড কোডের ব্যবস্থা থাকছে। এই ব্যবস্থা বর্তমানে রয়েছে ভারতীয় টাকা ও পাসপোর্টৈর ক্ষেত্রে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “পরীক্ষা ব্যবস্থায় সব রকম জালিয়াতি রুখতে আমরা সদা সতর্ক। তৃতীয় সেমিস্টার থেকে প্রশ্নপত্রে আমরা বিশেষ কোড ব্যবহার করছি। পুরও ব্যবস্থাটি আরও সুনিশ্চিত করতে এই নয়া পদ্ধতি আনা হচ্ছে। মার্কশিট জাল করার অভিযোগ সংসদে এসেছিল। তাই এই অত্যাধুনিক ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে।”
advertisement
advertisement
ইউভি সিকিউরিটি থ্রেট হচ্ছে তারের মতো একটি পাতলা সুতো। যা চকচক করে। যা ভারতীয় টাকায় আড়াআড়ি ভাবে বসানো থাকে। এই পাতের মধ্যে আল্ট্রা ভায়োলেট রস্মি (ইউভি-রে) ফেললে উজ্জ্বল হয়ে ওঠে এই সরু তারটি।এর মাধ্যমে সহজেই আসল ও নকল টাকা বিচার করা যায়।
advertisement
সেপ্টেম্বর মাসে আয়োজিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। সেখানে প্রশ্নপত্র বাইরে বেরিয়ে যাওয়া ও উত্তরপত্র ক্ষেত্রে বিশেষ কিউআর কোড এর ব্যবহার করা হয়েছিল। যা খালি চোখে দেখা না গেলেও কেউ যদি তার ছবি তুলে বাইরে পাঠাতে যায় সমাজ মাধ্যমকে ব্যবহার করে, তাকে সঙ্গে সঙ্গে চিহ্নিতকরণ করার জন্য। তার ফলের নকল করার প্রবণতা একলাফে অনেকটাই নিম্নমুখী হয়েছিল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে।
advertisement
আরও পড়ুন: কলেজের কোনও ডিগ্রি ছাড়াই বিদেশে চাকরি! লক্ষ লক্ষ টাকার প্যাকেজে আমেরিকায় চাকরির বড় সুযোগ
শুধু মাকসিটি ইউভি নয়, থাকছে বিশেষ কোড। এর মাধ্যমেও জানা যাবে মাকশিটটি আসল বা নকল কিনা। প্রসঙ্গত, বিগত কয়েক বছরে দেখা গেছে উচ্চ মাধ্যমিক পাস করার পর অনেক ক্ষেত্রেই জাল মার্কশিট বানিয়ে উচ্চশিক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে বেশ কিছু পড়ুয়া। এ বার তা রুখতেই এই পদক্ষেপ সরকারের। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। চতুর্থ সেমিস্টার হওয়ার পর চূড়ান্ত ফল প্রকাশ করবে সংসদ। ফল প্রকাশের জন্য যে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের সেখানেই এই ব্যবস্থা রাখা থাকবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 10, 2026 2:06 PM IST










