Higher Secondary Examination 2023: ডিএ নেই! শিক্ষক-শিক্ষিকাদের উত্তরপত্র মূল্যায়নের পারিশ্রমিক বাড়াল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Higher Secondary Examination 2023: উত্তরপত্র মূল্যায়নের প্রত্যেকটি ক্ষেত্রেই পারিশ্রমিক বাড়ানো হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। এর ফলে কয়েক কোটি টাকা আরও বেশি খরচ হবে সংসদের বলেই মনে করা হচ্ছে।
কলকাতা : একদিকে ডিএ-এর দাবিতে সরকারি কর্মচারীদের একাংশ দীর্ঘ কয়েক দিন ধরেই টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর ঠিক সেই সময় শিক্ষক-শিক্ষিকাদের জন্য উত্তরপত্র মূল্যায়নের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বুধবারই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় প্রত্যেকটি ক্ষেত্রেই উত্তরপত্র মূল্যায়নের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র মূল্যায়নকারী শিক্ষক শিক্ষিকাদের জন্যই নয়, প্রধান পরীক্ষকদের যাতায়াতের পারিশ্রমিকও বাড়িয়েছে সংসদ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে প্রত্যেকটি উত্তরপত্র মূল্যায়নের জন্য পারিশ্রমিক ১ টাকা করে বাড়ানো হয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্য। প্রসঙ্গত আগে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি উত্তরপত্র মূল্যায়নের জন্য ৫ টাকা করে দেওয়া হত। এখন তা বাড়িয়ে ৬ টাকা করা হল। পাশাপাশি যারা উত্তরপত্র স্ক্রুটিনি করেন তাদেরও পারিশ্রমিক বাড়ানো হল। সংসদের তরফে দেওয়া নির্দেশিকা জানানো হয়েছে আগে উত্তরপত্র স্ক্রুটিনি করার জন্য ১ টাকা করে দেওয়া হতো। এখন তা বাড়িয়ে এক টাকা ৫০ পয়সা করা হল। পাশাপাশি রিভিউ এবং স্ক্রুটিনির জন্য প্রত্যেক উত্তরপত্র পিছু এখন থেকে ৬ টাকা করে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন : কনের মেক আপ শুরু হতেই কাটল সুর, দুর্ভাগ্যের দমকা বাতাসে নিভল বিয়েবাড়ির রোশনাই
আগে এক্ষেত্রে ৫ টাকা করে দেওয়া হত প্রত্যেক উত্তরপত্র মূল্যায়নের জন্য। পাশাপাশি প্রধান পরীক্ষকদের যাতায়াতের পারিশ্রমিকও বাড়ানো হল। প্রত্যেক ট্রিপের জন্য আগে ২০০ টাকা করে দেওয়া হলেও এখন তা বাড়িয়ে ২৫০ টাকা করে দেওয়া হবে। পরীক্ষক বা স্ক্রুটিনি যারা করবেন তাঁদেরও যাতায়াতের খরচ বাড়িয়ে ৫০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত দেওয়া হবে প্রতি ট্রিপে। যাঁরা ক্যাম্প কো-অর্ডিনেটর হিসাবে রয়েছেন তাঁদেরও প্রত্যেকের পারিশ্রমিক দাঁড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকের আগে ডিএ-র দাবিতে বনধ ব্যর্থ করতে স্কুলে স্কুলে নোটিস তৃণমূল শিক্ষক সংগঠনের
আগে তাঁদের ১৫০০ টাকা করে দেওয়া হত। এরই সঙ্গে ক্যাম কো-অর্ডিনেটরের যাতায়াতের পারিশ্রমিকও বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে প্রত্যেকের জন্য। আগে প্রতি ট্রিপে ৫০ টাকা করে দেওয়া হতো। এর ফলে কয়েক কোটি টাকা খরচ বাড়লেও সংসদ মনে করছে আদপে এর ফলে অনেকটাই সুবিধা হবে উত্তরপত্র মূল্যায়নের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা ও প্রধান পরীক্ষকদের। আগামী ১৪ মার্চ থেকে শুরু রাজ্যজুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগেই এই নির্দেশিকাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2023 10:44 PM IST