West Bengal College Admission: দেরিতে শুরু কলেজে ভর্তিপ্রক্রিয়া, কত সংখ্যক আসন পূরণ হল? কড়া নজর উচ্চশিক্ষা দফতরের
- Published by:Raima Chakraborty
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal College Admission: প্রথম দফায় কাউন্সেলিংয়ের পর ২৯ অগাস্ট থেকে ক্লাস শুরু করে দেওয়া হবে বলে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে উচ্চ শিক্ষা দফতর।
কলকাতা: রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকে প্রথম দফায় ভর্তির সময়সীমা আরও একদিন বৃদ্ধি করে ২৬ অগাস্ট রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছিল। ২৫ অগাস্ট মধ্যরাত পর্যন্ত রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে ২ লক্ষ ২০ হাজারের বেশি পড়ুয়া। এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে ২ লক্ষ ২৮ হাজার ৭৭২ জন।
এর মধ্যে ৭৪,৮৯৫ জনের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। ২৭ অগাস্ট পর্যন্ত চলবে কলেজে গিয়ে কলেজে গিয়ে তথ্য যাচাইকরণের কাজ। প্রথম পর্যায়ে ৪ লক্ষ ২ হাজার ৫৫৭ টি আসনের জন্য আবেদন করেছিলেন ৩ লক্ষ ৫৯ হাজার ৭৬৮ জন পড়ুয়া। অর্থাৎ প্রথম পর্বে ভর্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে ১ লক্ষ ৩০ হাজার ৩৯৬টি আসনে কোনও আবেদনই হয়নি। যা মোট বরাদ্দ আসনের ৪৫ শতাংশ।
advertisement
আরও পড়ুন: রেল লাইনের উপর লাল কাপড়ে জড়ানো সদ্যোজাত, সামনে যেতেই ভয়াবহ দৃশ্য! মালদহে চাঞ্চল্য
উচ্চশিক্ষা দফতরের এক কর্তা জানিয়েছেন, বিজ্ঞান বিভাগে আবেদনের সংখ্যা নাকি খানিক বেড়েছে। তিনি বলেন, “এ বছর প্রথম দফায় বিজ্ঞান বিভাগের বেশ কিছু বিষয় ভর্তির আবেদন জমা পড়ছে আগের বারে তুলনায় বেশি। উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা আশার আলো।”
advertisement
advertisement
শুক্র ও শনিবার অভিন্ন পোর্টালের মাধ্যমে টাকা জমা দিয়ে অনলাইনে ভর্তির ক্ষেত্রে যান্ত্রিক সমস্যার দেখা দিয়েছিল। সে কারণেই এই দফায় ভর্তি হওয়ার আবেদন করা যাবে আরও এক দিন।
আরও পড়ুন: অনলাইন বা দূরশিক্ষায় ৫ বিষয় কোনওভাবেই পড়ানো যাবে না, ইউজিসির বড় নির্দেশিকা! ছাত্রছাত্রীরা জানুন
শিক্ষা দফতর জানিয়েছে, আগামী ২৯ অগাস্ট থেকে কলেজগুলিতে প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হচ্ছে। প্রথম দফায় ভর্তির তথ্য সামনে আসার পর রাজ্যের বেশিরভাগ কলেজের বিশ্ববিদ্যালয়ের আশঙ্কার প্রহর গুনছে আসন সংখ্যার অর্ধেক পূরণ হবে কিনা এ বার। রাজ্যে সার্বিক ভাবে ৪৬০টি কলেজে আসন রয়েছে প্রায় ৯ লক্ষ ৪৬ হাজার।
advertisement
আবেদন করেছেন মাত্র ৩ লক্ষ ৫৯ হাজারের কিছু বেশি পড়ুয়া। যদি উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা মনে করছেন কলেজগুলিতে আসন সংখ্যা অনেকটাই আশাব্যাঞ্জক পূরণ হবে। তবে প্রথম দফায় কাউন্সেলিং এরপর কত সংখ্যক আসন ভর্তি হয় সেদিকেই তাকিয়ে উচ্চশিক্ষা দফতরের আধিকারিকেরা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 3:09 PM IST