হোম /খবর /শিক্ষা /
রাজ্য জয়েন্টে তৃতীয় বাঁকুড়ার মেয়ে সারা, পড়তে চান কম্পিউটার সায়েন্স নিয়ে

WBJEE Result 2023: রাজ্য জয়েন্টে তৃতীয় বাঁকুড়ার মেয়ে সারা, পড়তে চান কম্পিউটার সায়েন্স নিয়ে

সারা মুখোপাধ্যায়

সারা মুখোপাধ্যায়

WBJEE Result 2023: ভবিষ্যতে তিনি একজন ইঞ্জিনিয়র হতে চান। পড়তে চান কম্পিউটার সায়েন্স নিয়ে।

  • Share this:

দুর্গাপুর: রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তৃতীয় স্থান দখল করলেন সারা মুখোপাধ্যায়। তিনি বাঁকুড়ার ওন্দা এলাকার বাসিন্দা। প্রশিক্ষণ নিতেন দুর্গাপুরের একটি বেসরকারি কোচিং সংস্থায়। ফল প্রকাশের দিনেও কোচিং সেন্টারেই ছিলেন তিনি। ফল ঘোষণার পর রেজাল্ট দেখে প্রথমে বিশ্বাস করতে পারেননি সারা।

তবে তাঁর এই সাফল্যে হঠাৎ করেই নেমে এসেছে খুশির হাওয়া। মেয়ের সাফল্যে খুশি সারার পরিবার। একইসঙ্গে আনন্দের আবহাওয়া দুর্গাপুরের কোচিং সেন্টারে। সাফল্যের পর সারা মুখোপাধ্যায় জানিয়েছেন, ভবিষ্যতে তিনি একজন ইঞ্জিনিয়র হতে চান। পড়তে চান কম্পিউটার সায়েন্স নিয়ে।

আরও পড়ুন: একই স্কুল থেকে প্রথম ও দ্বিতীয়, কাউন্সেলিং কবে? দেখুন জয়েন্টের সম্পূর্ণ মেধাতালিকা

একই সঙ্গে সারা বলেছেন, দিনের বেশিরভাগ সময়টা পড়াশোনার মধ্যে দিয়েই ব্যয় করতেন তিনি। পড়াশোনার বাইরে তেমন আর বিশেষ কিছু করার সময় হত না। তবে টেকনোলজি নিয়ে তাঁর ব্যাপক আগ্রহ রয়েছে। জয়েন্ট এন্ট্রান্স নিয়োগ তিনি প্রস্তুতি নিয়েছেন লম্বা সময় ধরে। তাই এই সাফল্য বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন: জয়েন্টে প্রথম কলকাতার মোহাম্মাদ! ২য় এবং ৩য় স্থানেও দুরন্ত চমক

অন্যদিকে, এই সফলতার পিছনে দুর্গাপুরের যে কোচিং সেন্টার, তার অবদান অনস্বীকার্য এমনটাই জানিয়েছেন সারা মুখোপাধ্যায়। তাঁকে দুর্দান্ত ভাবে সাহায্য করেছেন তাঁর সহপাঠীরা। সহযোগিতা পেয়েছেন পরিবারের তরফ থেকেও। তবে এমন ফলাফল হতে পারে, তা ভাবতেও পারেননি তিনি। স্বাভাবিক ভাবেই ফল প্রকাশে পর রাজ্যের তৃতীয় হওয়ায় আনন্দে আত্মহারা সারা মুখোপাধ্যায়।

Nayan Ghosh

Published by:Raima Chakraborty
First published:

Tags: WBJEE, WBJEE Result 2023