WBCS Examination Preparation: বিনামূল্যে WBCS পরীক্ষার প্রস্তুতির সুযোগ! মেধাবী পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ জলপাইগুড়ির BDO-র

Last Updated:

WBCS Examination Preparation: এ বার তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ জলপাইগুড়ি সদর বিডিও-র তরফে। শুরু হল জলপাইগুড়ির বিভিন্ন এলাকার‌ প্রতিভাবান ছাত্রছাত্রীদের‌ বিনামূল্যে ডব্লিউবিসিএস‌ প্রশিক্ষণের ব্যবস্থা

+
WBCS

WBCS কোচিং

সুরজিৎ দে, জলপাইগুড়ি:  মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রসাশনিক আধিকারিক স্তরে প্রতিষ্ঠিত করতে বিশেষ উদ্যোগ নিলেন জলপাইগুড়ি শহরের বিডিও। আমলা স্তরের পরীক্ষায় অনেক সময়েই দেখা যায় অর্থাভাবে কিংবা সঠিক পথনির্দেশিকার অভাবে অনেক মেধাবীর পক্ষেই যোগ্যতা থাকা সত্ত্বেও লক্ষ্যে পৌঁছনো সম্ভব হয় না। পিছিয়ে পড়তে হয় সিংহাসনে বসার লড়াইয়ে। এ বার তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ জলপাইগুড়ি সদর বিডিও-র তরফে। শুরু হল জলপাইগুড়ির বিভিন্ন এলাকার‌ প্রতিভাবান ছাত্রছাত্রীদের‌ বিনামূল্যে ডব্লিউবিসিএস‌ প্রশিক্ষণের ব্যবস্থা।
জেলা প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতা নিয়ে অসাধারণ এই‌ কর্মকাণ্ডের‌ আয়োজন করেছেন জলপাইগুড়ি সদর বিডিও‌ মিহির কর্মকার‌। সম্প্রতি জলপাইগুড়ি জেলার আগ্রহী ছাত্রছাত্রীদের স্ক্রিনিং‌ টেস্ট নেওয়া হয়েছিল ডব্লিউবিসিএস‌-এর সিলেবাস অনুযায়ী। সেই টেস্ট থেকে পঞ্চাশ‌ জন প্রতিভাবান ছাত্রছাত্রীদের বেছে নিয়ে ডব্লিউবিসিএস‌ কোচিং দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ছুটির দিনগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে কোচিং দেওয়া হবে তাঁদের।
advertisement
আরও পড়ুন : এক সঙ্গীতে মন ভরে না! এই ৫ রাশির জাতক জাতিকারা সহজেই জড়ান পরকীয়ায়, আপনার সঙ্গী নেই তো এই রাশিগুলিতে? দেখে নিন
বিষয়টি নিয়ে বাইরের‌ যে‌ সব প্রশাসনিক আধিকারিকরা উদ্যোগী‌ রয়েছেন যে তাঁরাও অনলাইনের‌ মাধ্যমে কোচিং দেবেন। এছাড়াও প্রাক্তন আইএএস অফিসার গৌতম ঘোষ, জলপাইগুড়ি সদর‌ মহকুমা শাসক তমোজিৎ‌ চক্রবর্তী ও বিডিও মিহির কর্মকার প্রশিক্ষণ দেবেন ছাত্রছাত্রীদের । পাশাপাশি জেলা শাসক-সহ জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও ছাত্রছাত্রীদের সাফল্যের চূড়ায় পৌঁছনোর লড়াইয়ে সাহায্যের হাত এগিয়ে দেবেন। বিডিও সাহেবের এ হেন বিশেষ উদ্যোগে খুশি ছাত্রছাত্রীরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBCS Examination Preparation: বিনামূল্যে WBCS পরীক্ষার প্রস্তুতির সুযোগ! মেধাবী পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ জলপাইগুড়ির BDO-র
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement