WBBSE Madhyamik Result 2025: ২৪-এর চেয়ে এগিয়ে ২৫! গত বছরের তুলনায় বাড়ল পাশের হার

Last Updated:

WBBSE Madhyamik Result 2025: গত বছরের তুলনায় এই বছর পাশের হার বেশি।

News18
News18
ফল প্রকাশ হল ২০২৫ মাধ‍্যমিকের। সকাল ৯ টা থেকে সাংবাদিক বৈঠক করেন মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ‍্যায়। গত বছরের তুলনায় এই বছর পাশের হার বেশি। এবার ৮৬. ৫৬ % পাশের হার গতবার এর তুলনায় বেশি। গতবার ছিল পাশের হার ৮৬. ৩১%। পাশের হারে প্রতিবছরের মতো এই বছরও এগিয়ে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর ৯৬. ৪৬, দ্বিতীয় কালিম্পং ও কলকাতা তৃতীয় পাশের হারে।
২০২৪ সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৬.৩১%। ২০২৪ সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। এবার পুরনো বছরের তথ্যের দিকে তাকালে, ২০২৩ সালে পরীক্ষার্থী ছিল ৬,৩৭,১০৫ জন। পাশ করেছে ৫,৪৮,৯০৯ জন।
advertisement
advertisement
পরিসংখ্যান দেখলে বোঝা যায়, যেহেতু ২০২৪ সালের পাশের হার ৮৩.৩১% ছিল, এবং পাশের সংখ্যাও নিতান্তই কম ছিল না। এমন পরিস্থিতিতে ২০২৫ সালে পাশের হার আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।
গত বছরের তুলনায় এ বছর ফলাফল গত বছরের তুলনায় ভাল। এই বছর AA গ্রেড পেয়েছেন -১০৬৫৯ জন, A+ ২৫৮২০ জন পেয়েছেন, A গ্রেড পেয়েছেন ৯১২৩৭, ১২৭৭১৬ জন পরীক্ষার্থী ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। আমাদের মূল্যায়ন গুরুত্ব সহকারে হয়। এইটুকুই বলতে পারি।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik Result 2025: ২৪-এর চেয়ে এগিয়ে ২৫! গত বছরের তুলনায় বাড়ল পাশের হার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement