WBBSE Madhyamik Result: কেবল পড়া নয়, খেলাধূলা-শরীরচর্চাতেও সমান আগ্রহ! ভাল রেজাল্টের ‘সিক্রেট’ বলে দিল মাধ‍্যমিকে পঞ্চম আসিফ

Last Updated:

WBBSE Madhyamik Result: মাধ্যমিকে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে হুগলির আরামবাগ মহাকুমার কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র চৌধুরী মোহাম্মদ আশিফ।

+
চৌধুরী

চৌধুরী মোহাম্মদ আসিফ, মাধ্যমিকে পঞ্চম

হুগলি: মাধ্যমিকে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে হুগলির আরামবাগ মহাকুমার কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র চৌধুরী মোহাম্মদ আশিফ। তার প্রাপ্ত নম্বর ৬৯১। আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে মাধ্যমিকে পঞ্চম চৌধুরী মোঃ আসিফের। মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার পরেই খুশির হাওয়া পরিবার পরিজন ও স্কুলের মধ্যে।
গোঘাট থানার অন্তর্গত শেওড়া পঞ্চায়েতে আমডোবা গ্রামের বাড়ি চৌধুরী মোহাম্মদ আসিফের। কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী স্কুলে হোস্টেলে থেকে পড়াশোনা করত আসিফ। লক্ষ্য ছিল বহুদিন যাবত মাধ্যমিকে হোস্টেল থেকে ভাল ফল আসেনি। তাই এই বছর যাতে তাদের হোস্টেল থেকে ভাল ফল আসে সেই লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছিল ওই ছাত্র। তবে যা আশা করেছিল তার থেকে বেশি ভাল ফল হয়েছে, এমনটাই জানাল আসিফ।
advertisement
advertisement
পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি ও তার বেশ আগ্রহ রয়েছে। দিনে সময় করে সকালে ৪ ঘন্টা ও রাতে ৪ ঘন্টা পড়াশোনা করত সে। বাকি সময় বন্ধুদের সঙ্গে খেলাধুলা, শরীরচর্চার দিকেও নজর দিত। মাধ্যমিকের ফল প্রকাশের পর এখন খুশির হাওয়া স্কুল চত্ত্বর ও পরিবারের লোকেদের মধ্যে। মধ্যবিত্ত বাড়ি থেকে মাধ্যমিকে এত ভাল ফল আশা করেনি তার পরিবারের লোকও।
advertisement
এ বিষয়ে তার মা জানান, ছেলে ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছাত্র। তাকে পড়াশোনার জন্য বাড়ি থেকে খুব একটা বেশি বলাবলি করতে হয়নি। যা পড়াশোনা করেছে নিজের থেকেই করেছে। বাদবাকি স্কুল তাকে খুব সাহায্য করেছে। আগামী দিনেও যা নিয়ে পড়তে চায় তাই নিয়েই বাড়ির লোক তাকে পড়াবে। কারণ ছেলের যা ইচ্ছা সে তাই হবে জীবনে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik Result: কেবল পড়া নয়, খেলাধূলা-শরীরচর্চাতেও সমান আগ্রহ! ভাল রেজাল্টের ‘সিক্রেট’ বলে দিল মাধ‍্যমিকে পঞ্চম আসিফ
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement