কলকাতা: ১৯ মে অর্থাৎ আজ, শুক্রবার ফলপ্রকাশ হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার। এদিন সকাল ১০টায় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এরপর দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন ৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/ ৷
পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর (Roll Number) এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্মতারিখ (DD/MM/YY) দিয়ে জেনে নিতে পারবেন নিজেদের রেজাল্ট ৷ অর্থাৎ ধরা যাক, কোনও পরীক্ষার্থীর জন্মতারিখ যদি ১০ ফেব্রুয়ারি ২০০৭ হয়, তাহলে নিজের রোল নম্বর দেওয়ার পাশাপাশি ডেট অফ বার্থে তাকে লিখতে হবে 10/02/07 ৷ News18Bangla.com– এ রেজাল্ট জানার পদ্ধতি অত্যন্ত সহজ ৷
Check : পশ্চিমবঙ্গ মাধ্যমিক ক্লাস 10 তম ফলাফল 2023 লাইভ আপডেট
৭৫ দিনের মাথায় চলতি বছরের মাধ্যমিকের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। শুক্রবার, ১৯ মে সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ওই দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে পেয়ে যাবেন। এমনটাই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে। তবে ঘরে বসেই নিজের রেজাল্ট জানতে অবশ্যই লগ ইন করুন News18 Bangla-র ওয়েবসাইট ৷
Check: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 তম ফলাফল 2023
প্রত্যেক বারের মতো এবারেও প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের মেধা তালিকা ঘোষণা করা হবে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। গ্রেড দেওয়ার পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজও দেওয়া হবে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রসঙ্গত এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সাড়ে ছয় লক্ষেরও বেশি পরীক্ষার্থী। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত হয় এবারের মাধ্যমিক পরীক্ষা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhyamik, Madhyamik Exam 2023, Madhyamik Examination, Madhyamik Results 2023