হোম /খবর /শিক্ষা /
প্রধান শিক্ষক নেই প্রায় ২৫% স্কুলে, চাঞ্চল্য রিপোর্টে

Exclusive: প্রধান শিক্ষক নেই প্রায় ২৫% স্কুলে, চাঞ্চল্য রিপোর্ট স্কুল শিক্ষা দফতরের

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর সেই তথ্য উঠে আসে রাজ্যের মোট ৯৯৯০ টির ও বেশি স্কুলের মধ্যে প্রায় ২১৩০ টির মত স্কুলে প্রধান শিক্ষক বা শিক্ষিকা নেই।

  • Share this:

#কলকাতা: রাজ্যের বিপুলসংখ্যক স্কুলে নেই প্রধান শিক্ষক- প্রধান শিক্ষিকা। তেমনটাই রিপোর্ট খোদ স্কুল শিক্ষা দফতরের। যা দেখে কিছুটা রাজ্য দপ্তরের আধিকারিকরাই। রাজ্যে দীর্ঘদিন ধরে নেই প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকাদের নিয়োগ স্কুলগুলিতে। তার জেরেই কি স্কুলগুলিতে এত বিপুলসংখ্যক প্রধান শিক্ষকের পদ ফাঁকা? স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের থেকে কত সংখ্যক শূন্য পদ প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার রয়েছে তা জানতে চাওয়া হয়। সেখান থেকেই তথ্য পেয়ে  তাজ্জব স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর সেই তথ্য উঠে আসে রাজ্যের মোট ৯৯৯০ টির ও বেশি স্কুলের মধ্যে প্রায় ২১৩০ টির মত স্কুলে প্রধান শিক্ষক বা শিক্ষিকা নেই। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগ না হওয়ার জেরেই এত সংখ্যক শূন্য পদ? যদিও তা মানতে নারাজ স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা।

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর স্কুল সার্ভিস কমিশনের ওপর সামগ্রিক মনোভাব বদলানোর জন্য প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার নিয়োগের মাধ্যমে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য সরকার। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের কাছে কত সংখ্যক শূন্যপদ রয়েছে মোট তার তালিকা পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

এবার এই প্রথম রোস্টার মেনে নিয়োগ হবে। অর্থাৎ এতদিন ধরে যে নিয়মে প্রধান শিক্ষক নিয়োগ করা হতো সেই নিয়মের বদল করা হচ্ছে। ক্যাটাগরি ভিত্তিক প্রধান শিক্ষকদের নিয়োগ হবে বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। এ সংক্রান্ত আইন সামগ্রিকভাবে সংশোধনের জন্য স্কুল সার্ভিস কমিশনের তরফ এ প্রস্তাব পাঠানো হচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে। প্রস্তাব সম্মতি পেলেই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিতে পারে এসএসসি বলেই জানা গেছে।

আরও পড়ুন - Sara Tendulkar Boyfriend: কারোর সঙ্গে রাতের পার্টি, কারোর সঙ্গে গোয়া ট্রিপ, সারা তেন্ডুলকরকে নিয়ে গসিপ তুঙ্গে

ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গোটা বিষয়টি নিয়ে বেশ কয়েকবার পর্যালোচনা বৈঠক করেছেন বলেও জানা গেছে। প্রসঙ্গত গত কয়েক মাস ধরে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে নিয়োগ নিয়ে দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠছে। বারবার বিক্ষোভ করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তরফে এসেছে নিয়োগ প্রক্রিয়া কে কেন্দ্র করে। তার জন্যই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার নিয়োগের মাধ্যমে নতুন করে এসএসসি সম্পর্কে সাধারণ মানুষের কাছে ইতিবাচক মনোভাব তুলে ধরতে চায় রাজ্য।সূত্রের খবর সব ঠিকঠাক থাকলে আগামী মাসেই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি দিতে চায় স্কুল সার্ভিস কমিশন। যদিও এই বিষয় নিয়ে এসএসসির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

SOMRAJ BANDOPADHYAY

Published by:Debalina Datta
First published:

Tags: School, School Education Department