WB HS Topper 2025: 'চিকিৎসক হয়ে দরিদ্র মানুষের সেবা করাই মূল লক্ষ্য', উচ্চমাধ্যমিকে টপার সায়কের

Last Updated:

WB HS Topper 2025: প্রচুর অর্থ নয়, বড় হয়ে চিকিৎসক হয়ে গরিব মানুষের সেবা করাই আমার মূল ইচ্ছে, এমনটাই জানালেন উচ্চমাধ্যমিকে জেলায় প্রথম এবং গোটা রাজ্যে নবম স্থান দখলকারী চাকদা রামলাল এক‍্যাডেমির ছাত্র সায়ক বিশ্বাস।

+
উচ্চমাধ্যমিকে

উচ্চমাধ্যমিকে নবম স্থান অধিকারী সায়ক বিশ্বাস 

নদিয়া: প্রচুর অর্থ নয়, বড় হয়ে চিকিৎসক হয়ে গরিব মানুষের সেবা করাই আমার মূল ইচ্ছে, এমনটাই জানালেন উচ্চমাধ্যমিকে জেলায় প্রথম এবং গোটা রাজ্যে নবম স্থান দখলকারী চাকদা রামলাল এক‍্যাডেমির ছাত্র সায়ক বিশ্বাস। বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিকে পরীক্ষা দিয়ে ৪৮৯ নম্বর অর্জন করেন তিনি। টিভিতে খবর শোনা মাত্রই খুশির জোয়ারে ভাসলেন তাঁর পরিবারসহ পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনেরাও।
আরও পড়ুনঃ মাত্র ৩ মাস পাওয়া যায়! ভিটামিন C, পটাসিয়াম, ফাইবারের খনি! সবুজ এই ফল কোলেস্টেরলের যম
সায়কের বাবা গুজরাতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। বাড়িতে, মা ও ছেলে দুজনেই থাকে। নদিয়ার পালপাড়া পশ্চিমে তার বাড়ি। ছোটবেলা থেকেই বরাবরই ভাল নম্বর নিয়েই পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণি পর্যন্ত উত্তীর্ণ হয়েছে সায়ক। সায়কের গৃহ শিক্ষক ছিল চারজন, প্রত্যহ ৬ থেকে ১০ ঘন্টা পড়াশোনা করতেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ মা-দিদি সফল নায়িকা! ২ ক্রিকেটারের সঙ্গে প্রেম! প্রেমিকের ফাঁস করা MMS-এই শেষ হয়ে যায় এই বঙ্গতনয়ার কেরিয়ার
তবে, জীবনে শুধুই যে তিনি পড়াশোনা করেছে এমনটি নয়, পড়াশোনার পাশাপাশি সমান্তরালে খেলাধুলো ও বিনোদন চর্চা করতে সে ভালবাসতো বলে আমাদের জানায়। ইতিমধ্যেই নিট(NEET) পরীক্ষা দিয়ে চিকিৎসক হওয়ার যাবতীয় পড়াশোনা করতে চায় তিনি এবং ভবিষ্যতে একজন সফল ডাক্তার হয়ে গরিব মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য রয়েছে তাঁর।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Topper 2025: 'চিকিৎসক হয়ে দরিদ্র মানুষের সেবা করাই মূল লক্ষ্য', উচ্চমাধ্যমিকে টপার সায়কের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement