WB HS Results 2024: উচ্চ মাধ্যমিকের ফলাফলে জয় জয়কার বীরভূমের, আনন্দের ছবি গোটা জেলায়

Last Updated:

WB HS Results 2024: ৫০০ এর মধ্যে ৪৯১ পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবন এর ছাত্র সৌমজিৎ নন্দী। বীরভূমে রামপুরহাট থানার অন্তর্ভুক্ত রামরামপুর শান্তি পাড়ার বাসিন্দা সৌমজিৎ।

+
মা

মা বাবার সঙ্গে সৌমজিত

বীরভূম: আজ প্রকাশিত হল উচ্চমাধ্যমিক এর ফলাফল। পরীক্ষার ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ হয়। আজ সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য। এই বছর মোট ৭ লক্ষ ৫৫ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। এবছর পাশের হার ৯০%। পাস করেছে মোট ৬ লক্ষ ৭৯ হাজার ছাত্রছাত্রী। এবং প্রথম দশের মধ্যে স্থান করেছে মোট ৫৮ জন।  প্রথম স্থান অধিকার করেছে অভীক দাস তার প্রাপ্ত নম্বর ৪৯৬। ১০ মে ছাত্রছাত্রীরা মার্কশিট হাতে পাবে। আর উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিন জয়জয়কার বীরভূমে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, বাড়ল পাশের হার, এ বছর পাশ ৯০ শতাংশ পড়ুয়া
৫০০ এর মধ্যে ৪৯১ পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবন এর ছাত্র সৌমজিৎ নন্দী। বীরভূমে রামপুরহাট থানার অন্তর্ভুক্ত রামরামপুর শান্তি পাড়ার বাসিন্দা সৌমজিৎ। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি গান বাজনা এবং খেলার প্রতি ভালবাসা রয়েছে তার। বাবা কাঞ্চন নন্দী আয়াশ উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক এবং মা তৃপ্তি কুন্ডু সন্ধিপুর প্রাইমারি স্কুলের শিক্ষিকা। বাবা-মায়ের অদম্য সহযোগিতায় আজ সৌমজিৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছে। এর আগে মাধ্যমিক পরীক্ষায় সে কোন স্থান না করলেও ৭০০ এর মধ্যে ৬৭১ নম্বর পাই।
advertisement
সৌমজিৎ জানাই সারাদিন তার কোনও পড়াশোনা নির্ধারিত সময় ছিল না। যখনই সময় পেত তখনই পড়াশোনা করত সৌম্যজিত। আগামী দিনে বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে সৌমজিৎ এর। পড়াশোনার প্রিয় বিষয় মধ্যে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। ছোট থেকে গান বাজনার প্রতি ভালবাসা থাকলেও মাধ্যমিক পরীক্ষার পর পড়াশোনার চাপে সেই ভাবে আর গানের রেওয়াজ করা হয়ে ওঠে না সৌমজিৎ।  তবে বাড়ির মধ্যেই খেলাধুলা করে সে।
advertisement
advertisement
সৌম্যজিত-এর বাবা কাঞ্চন নন্দী জানান “সৌমজিৎ ছোট থেকেই পড়াশোনায় ভাল। মাধ্যমিক পরীক্ষার সময় ভেবেছিলাম ছেলে কোনও একটা স্থান অধিকার করবে তবে সেই সময় স্থান অধিকার না করলেও ভালো ফলাফল করেছিল ছেলে। আমি প্রচন্ডভাবে সহযোগিতা করেছিলাম পড়াশোনা করানোর জন্য এর পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও প্রচন্ডভাবে সহযোগিতা করেছিল।” তিনি আরও বলেন আগামীদিনে ছেলের যা নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে সেই নিয়ে পড়াশোনা করাবেন ছেলেকে।
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Results 2024: উচ্চ মাধ্যমিকের ফলাফলে জয় জয়কার বীরভূমের, আনন্দের ছবি গোটা জেলায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement