WB HS Result 2023: একই স্কুল, একই নম্বর! উচ্চ মাধ্যমিকে দশম জলপাইগুড়ির দুই মেয়ে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
WB HS Result 2023: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় এবার দশম স্থান অর্জন করল জলপাইগুড়ির দুই ছাত্রী। সময়িতা দাশগুপ্ত ও সুচেতনা জানা।
জলপাইগুড়ি: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় এবার দশম স্থান অর্জন করল জলপাইগুড়ির দুই ছাত্রী। সময়িতা দাশগুপ্ত ও সুচেতনা জানা।দু’জনেই ৪৮৭ পেয়ে রাজ্যের মধ্যে দশম স্থান অর্জন করেছে। দু’জনেই জলপাইগুড়ি শহরের সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
জলপাইগুড়ি শহরের থানা রোড এলাকার বাসিন্দা সময়িতা। সুচেতনার বাড়ি শহরের রায়কতপাড়া এলাকায়। এই দুই কৃতী ছাত্রীর সাফল্যে খুব খুশি তাদের পরিবারের সদস্যরা। সুচেতনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউকেলেলে বাজিয়ে গান করলেন দুই বোন। সময়িতা দাশগুপ্ত জানান, তাঁর এই সাফল্যের জন্য বাবা, মা ও স্কুলের শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে। ভবিষ্যতে ভূগোল বিষয় নিয়ে পড়াশোনা করতে চান সময়িতা।
advertisement
advertisement
আরও পড়ুন: সবজির খেতে দাঁড়িয়ে স্বপ্ন শিবমের, খিদে চেপে মাধ্যমিকের খাতায় বাজিমাত! এ ছেলের দৌড় বহুদূর
সুচেতনা জানান, ইংরেজি নিয়ে পড়াশোনা করে শিক্ষকতা করার ইচ্ছে রয়েছে তাঁর। তাঁর এই সাফল্য তাঁকে আরও পড়াশোনায় আগ্রহী করে তুলবে বলে জানান তিনি।পরবর্তীতে কলকাতায় গিয়ে পড়াশোনা করার ইচ্ছা তাঁর। এই বিষয় নিয়ে সুচেতনার মা বলেন, মেয়ের সাফল্য মেয়েকে আরও পরবর্তীতে বড় জায়গায় পৌঁছতে আগ্রহী করবে। খুব খুশি হলাম মেয়ের এই সাফল্যে।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 6:34 PM IST
