WB HS Exam 2025 Semester: সোমবার শুরু উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, এবারে নয়া নিয়মে OMR-এ পরীক্ষা! কড়া নজর সংসদের

Last Updated:

WB HS Exam 2025 Semester: এ বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে। এবং পরীক্ষার জন্য কড়া পদক্ষেপ করছে শিক্ষা সংসদ। সোমবার শুরু তৃতীয় সেমিস্টার। জানুন নিয়মকানুন...

সোমবার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু
সোমবার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু
কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সোমবার। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ২০২৫-এ পুজোর আগেই শুরু হচ্ছে। কারণ, এ বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে। এবং পরীক্ষার জন্য কড়া পদক্ষেপ করছে শিক্ষা সংসদ।
সেমেস্টার পদ্ধতিতে প্রথম বার উচ্চ মাধ্যমিক আয়োজিত হতে চলেছে এ বছর। আগামী ৮ সেপ্টেম্বর, সোমবার থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমিস্টার। কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাফ জানিয়েছেন, হেনস্থা বা মারধরের ঘটনা ঘটলে কোনও ভাবে তা ক্ষমা করা যাবে না।
চলতি বছর তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসবেন ৬ লক্ষ ৬০ হাজার জন। গত বছরের তুলনায় ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। এদের মধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি, মোট পরীক্ষার্থীর প্রায় ৫৬.০৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি জানিয়েছেন, গোটা দেশে এই প্রথম বার দ্বাদশে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে। সিবিএসই বোর্ড বা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় ক্যালকুলেটর বা বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিয়ম উচ্চ মাধ্যমিকেও বহাল থাকছে। প্রশ্নপত্রও এমন ভাবেই করা হবে, যাতে ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন না পড়ে।
advertisement
advertisement
৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর, মোট ১২ দিন ধরে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা চলবে। প্রতিদিন বেলা ১০ টা থেকে বেলা ১১টা ১৫ পর্যন্ত অর্থাৎ মোট ১ ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা সম্পূর্ণ হবে। বৃত্তিমূলক বিষয় এবং মিউজ়িক ও ভিস্যুয়াল আর্টস পরীক্ষা শুরু হবে ১০টা থেকে, শেষ হবে ১০টা ৪৫ মিনিটে। পরীক্ষার হলে ১০ টা ৩০ মিনিটের মধ্যে ঢুকতে হবে। পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনও পরীক্ষার্থী কোনও কারণেই বাইরে বেরোতে পারবে না। প্রশ্ন ফাঁস রুখতে এই ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
ফলাফল প্রকাশ:
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া নির্ধারিত সময়ে পড়ুয়াদের মূল্যায়ন হওয়া বিষয়ভিত্তিক ওএমআর শিট এবং উত্তর সংকেত (আনসার কি) প্রকাশ করা হবে ওয়েবসাইট-এ। প্রত্যেক পরীক্ষার্থীর কাছে মূল্যায়ন হওয়া ওএমআর শিট দেখার জন্য একটি করে আইডি এবং পাসওয়ার্ড থাকবে। শিক্ষা সংসদের ওয়েবসাইট-এ গিয়ে লগ ইন করে আনসার কি-র সঙ্গে তাদের মূল্যায়ন হওয়া উত্তর ওএমআর শিট দেখে মিলিয়ে নিতে পারবে। ফল প্রকাশের আগেই ফল বুঝতে পারবে তারা। সেই ফলাফল ৩১ অক্টোবরের মধ্যে পাওয়া যাবে।
advertisement
পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সরাসরি ফল প্রকাশ করা হবে। উচ্চমাধ্যমিকের মার্কশিটে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার– উভয় সেমিস্টারের নম্বর উল্লেখ থাকবে। এ ক্ষেত্রে কোনও সেমেস্টারে সাপ্লিমেন্টারি এলে তা মার্কশিটে লেখা হবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Exam 2025 Semester: সোমবার শুরু উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, এবারে নয়া নিয়মে OMR-এ পরীক্ষা! কড়া নজর সংসদের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement