উচ্চমাধ্যমিকে বৃত্তিমূলক বিষয় পড়তে চান? শুরু হল রেজিস্ট্রেশন, ক্লাস শুরু জুন-জুলাইয়ে!

Last Updated:

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বৃত্তিমূলক শিক্ষা নিতে ইচ্ছুকদের জন্য সুখবর। দ্বাদশ শ্রেণির ক্লাস জুনের প্রথম সপ্তাহে ও একাদশ শ্রেণির ক্লাস জুনের তৃতীয় সপ্তাহে শুরু হবে।

News18
News18
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বৃত্তিমূলক শিক্ষা নিতে ইচ্ছুক পড়ুয়াদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (WBSCT&VE&SD)-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে জুন মাসের প্রথম সপ্তাহে, আর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে জুনের তৃতীয় সপ্তাহ থেকে।
এই সংস্থার অধীন রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজে চালু রয়েছে ১৬টি বৃত্তিমূলক বিষয়। মোট ৬৩টি বিষয়ের মধ্যে আইটি, অটোমোবাইল, রিটেল, সিকিউরিটি, হেলথকেয়ার, ইলেকট্রনিক্স, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, অর্গানাইজ়ড রিটেলিং এবং ট্যুরিজ়ম ও হসপিটালিটির মতো চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ মিলবে।
advertisement
advertisement
জুলাই মাসের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা এই কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এই কোর্সগুলির মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে পলিটেকনিক কলেজে ডিপ্লোমা কোর্স, বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি, বিকম, বিভোক সহ স্নাতক স্তরের উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
advertisement
অর্থাৎ, শুধুমাত্র সাধারণ পাঠক্রমই নয়, দক্ষতা ও কারিগরি শিক্ষার দিকেও এবার জোর রাজ্যের উচ্চমাধ্যমিকে। শিক্ষার্থীদের কাছে এটি হতে চলেছে এক নতুন দিগন্তের সূচনা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
উচ্চমাধ্যমিকে বৃত্তিমূলক বিষয় পড়তে চান? শুরু হল রেজিস্ট্রেশন, ক্লাস শুরু জুন-জুলাইয়ে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement