সাপের চেয়েও 'বিষাক্ত' এই ব্যক্তি! ৬৫০ বার ছোবল খেয়েও... বিষ নয়, তাঁর রক্ত থেকেই তৈরি হবে নতুন ওষুধ !
- Published by:Tias Banerjee
Last Updated:
Snake Bite: চেনেন এই মানুষকে? যার রক্ত এখন সাপের থেকেও বিষাক্ত! তাঁর রক্ত থেকেই তৈরি হবে নতুন ওষুধ!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিজ্ঞানীরা প্রথমে হাসলেও এখন মেনে নিচ্ছেন সত্যি প্রথমদিকে বিজ্ঞানীরা তাঁর এই দাবি শুনে উপহাস করতেন। কিন্তু Cell Journal-এ প্রকাশিত এক গবেষণাপত্রে প্রমাণ মিলেছে—ফ্রেডির রক্তে তৈরি হওয়া অ্যান্টিবডি সত্যিই কাজ করে। এই অ্যান্টিবডিগুলি সাপের বিষের প্রভাবকে নিষ্ক্রিয় করে দিতে পারে। গবেষকদের আশা, ফ্রেডির দেহের তৈরি অ্যান্টিবডি দিয়ে একদিন সারা বিশ্বের মানুষের জন্য নতুন অ্যান্টিভেনম তৈরি করা সম্ভব হবে।
advertisement
advertisement
ফ্রেডি হলেন নিখুঁত বিকল্প কিং কোবরা, টাইপান, ব্ল্যাক মাম্বা, র‍্যাটলস্নেক—সবচেয়ে ভয়ঙ্কর সাপের বিষ শরীরে নিয়েছেন ফ্রেডি। গবেষণায় দেখা গেছে, তাঁর রক্তে দুটি কার্যকর অ্যান্টিবডি রয়েছে, যার সাহায্যে বহু প্রজাতির সাপের কামড় থেকে মানুষকে বাঁচানো সম্ভব। গবেষণাপত্রে আরও উল্লেখ করা হয়েছে Varespladib নামে একটি ওষুধের কথা, যা ১৯টি বিষাক্ত সাপের মধ্যে ১৩টির কামড়ের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।
advertisement
বিশ্বজুড়ে সাপের কামড়ে মৃত্যু ভয়ঙ্কর বাস্তব বিশ্বজুড়ে প্রায় ৬০০ প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে, কিন্তু সবকটির জন্য কার্যকর অ্যান্টিভেনম নেই। WHO-র তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ১ লক্ষ ৩৮ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। গত ১২৫ বছরে সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার ওষুধে খুব বেশি অগ্রগতি হয়নি। তাই ফ্রেডির মতো একজন মানুষের রক্ত এখন আশার আলো দেখাচ্ছে সারা বিশ্বের জন্য।