VC Appointment in West Bengal: রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য, নির্দেশিকা জারি রাজভবনের! তালিকায় কারা?

Last Updated:

VC Appointment in West Bengal: সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে রাজ্যে ছয় বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের তরফে নির্দেশিকা জারি হল।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসানো হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্যকে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসানো হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্যকে।
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে রাজ্যে ছয় বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের তরফে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হল উপাচার্য নিয়োগের কথা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য হলেন আশুতোষ ঘোষ। সরলেন বর্তমান উপাচার্য শান্তা দত্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য হলেন বর্তমান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুরমু বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। গতকালই এই ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রাজ্যপাল।
advertisement
advertisement
অধ্যাপক (ড.) আবু তালেব খান, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়
অধ্যাপক চন্দ্রদীপা ঘোষ, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রাম
অধ্যাপক (ড.) আশিস ভট্টাচার্য, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়
advertisement
অধ্যাপক (ড.) আশুতোষ ঘোষ, কলকাতা বিশ্ববিদ্যালয়
অধ্যাপক (ড.) উদয় বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
অধ্যাপক (ড.) চিরঞ্জীব ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন: ২০০২ সালের ভোটার তালিকায় যদি বাবা-মায়ের নাম না থাকে, তাহলে কী করবেন? আপনার নাম আর উঠবে না? সহজ উপায় কিন্তু আছে
গত দু’বছর ধরে রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কয়েকদিন আগে রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা করা হয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে ওমপ্রকাশ মিশ্রের নামে রাজ্যপালের আপত্তি রয়েছে। ফলে এই দুই বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য এখনও ঠিক হয়নি।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
VC Appointment in West Bengal: রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য, নির্দেশিকা জারি রাজভবনের! তালিকায় কারা?
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement