Recruitment 2022: রাজ্য সেকেন্ডারি এডুকেশন সার্ভিস সিলেকশনে ৩৫৩৯ পদে শিক্ষক নিয়োগ, জানুন

Last Updated:

প্রার্থীদের আগামী ৩ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)

Recruitment 2022
Recruitment 2022
#নয়াদিল্লি: সম্প্রতি উত্তরপ্রদেশ সেকেন্ডারি এডুকেশন সার্ভিস সিলেকশন বোর্ডের (Uttar Pradesh Secondary Education Service Selection Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টিজিটি এবং পিজিটি শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি উত্তরপ্রদেশ সেকেন্ডারি এডুকেশন সার্ভিস সিলেকশন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
UPSESSB TGT PGT Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৩ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
UPSESSB TGT PGT Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৫৩৯টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
টিজিটি পুরুষ- ৩২১৩টি পদ
টিজিটি মহিলা– ৩২৬টি পদ
পিজিটি পুরুষ- ৫৪৯টি পদ
পিজিটি মহিলা– ৭৫টি পদ
UPSESSB TGT PGT Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে https://colrec.du.ac.in গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনপত্র পূরণ করতে হবে
advertisement
বিস্তারিত ভাবে আবেদনপত্র পূরণ করে এবং ফর্ম জমা দিতে হবে
ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি সংরক্ষণ করে রাখতে হবে
আরও পড়ুন: কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধীনে বিভিন্ন পদে নিয়োগ, বিশদে জানুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:উত্তরপ্রদেশ সেকেন্ডারি এডুকেশন সার্ভিস সিলেকশন বোর্ড (Uttar Pradesh Secondary Education Service Selection Board)
পদের নাম:টিজিটি এবং পিজিটি শিক্ষক
শূন্যপদের সংখ্যা: ৩৫৩৯
কাজের স্থান:উত্তরপ্রদেশ
কাজের ধরন:সরকারি
নির্বাচন পদ্ধতি:কিছু জানানো হয়নি
আবেদন শুরু তারিখ:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
advertisement
আবেদনের শেষ তারিখ: ০৩.০৭.২০২২
UPSESSB TGT PGT Recruitment 2022: আবেদনের যোগ্যতা
টিজিটি- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.এড. ডিগ্রি থাকতে হবে। উত্তরপ্রদেশ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট ১৯২১, চ্যাপ্টার ২ রেগুলেশন ১-এর আওতায় প্রদত্ত যোগ্যতায় স্নাতক ও বি.এড. ডিগ্রি থাকতে হবে।
পিজিটি- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
advertisement
UPSESSB TGT PGT Recruitment 2022: বয়সসীমা
টিজিটি ও পিজিটি-
সর্বনিম্ন- ২১ বছর
সর্বোচ্চ- কোনও সীমা নেই
UPSESSB TGT PGT Recruitment 2022: বেতন
টিজিটি- ৪৪৯০০- ১৪২০০০ টাকা
পিজিটি- ৪৭৬০০- ১৫১১০০ টাকা
UPSESSB TGT PGT Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা- ৮০ নম্বর
ইন্টারভিউ- ১০ নম্বর
যোগ্যতা এবং অন্যান্য- ৫ নম্বর
advertisement
UPSESSB TGT PGT Recruitment 2022: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি- ৭৫০ টাকা
ইডব্লুএস- ৬৫০ টাকা
ওবিসি- ৭৫০ টাকা
এসসি- ৪৫০ টাকা
এসটি- ২৫০ টাকা
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: রাজ্য সেকেন্ডারি এডুকেশন সার্ভিস সিলেকশনে ৩৫৩৯ পদে শিক্ষক নিয়োগ, জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement