Recruitment 2022: কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধীনে বিভিন্ন পদে নিয়োগ, বিশদে জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রার্থীদের আগামী ৪ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)
#নয়াদিল্লি: সম্প্রতি কর্নাটকের আইসিএআর- কে.এইচ. পাতিল কৃষি বিজ্ঞান কেন্দ্রের (ICAR- K.H. Patil Krishi Vigyan Kendra) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট ও স্কিলড সাপোর্ট স্টাফ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি কৃষি বিজ্ঞান কেন্দ্রের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
KVK Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৪ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
KVK Recruitment 2022: আবেদনের যোগ্যতা
সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট
আবেদনের যোগ্যতা- যে কোনও স্বীকৃত কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারাল এক্সটেনশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা- ৩৫ বছর। SC/ST/OBC/PWD প্রার্থীদের ভারত সরকারের নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।
advertisement
বেতন- লেভেল- ১০, মাসিক ৫৬১০০- ১৭৭৫০০ টাকা +ডিএ+ এইচআরএ
স্কিলড সাপোর্ট স্টাফ (ফিল্ড অ্যাসিস্ট্যান্ট)-
আবেদনের যোগ্যতা- যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা আইটিআই পাস হতে হবে।
বয়সসীমা- ২৫ বছর। SC/ST/OBC/PWD প্রার্থীদের ভারত সরকারের নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।
বেতন- লেভেল- ১, মাসিক ১৮০০০- ৫৬৯০০ টাকা +ডিএ+ এইচআরএ
advertisement
সম্পূর্ণ নোটিশের লিঙ্ক- https://kvkgadag.icar.gov.in/Recruitment.aspx
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | আইসিএআর- কে.এইচ. পাতিল কৃষি বিজ্ঞান কেন্দ্র, কর্নাটক (ICAR- K.H. Patil Krishi Vigyan Kendra) |
পদের নাম: | সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট ও স্কিলড সাপোর্ট স্টাফ |
শূন্যপদের সংখ্যা: | বিশদ দেখুন |
কাজের স্থান: | কর্নাটক |
কাজের ধরন: | সরকারি |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু তারিখ: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
advertisement
আবেদনের শেষ তারিখ: ০৪.০৭.২০২২
KVK Recruitment 2022: আবেদন ফি
যে কোনও সরকারি ব্যাঙ্ক থেকে ১০০০ টাকা প্রসেসিং ফি হিসেবে দিতে হবে নিম্নলিখিত ফরম্যাটে-
ফরম্যাট- ডিমান্ড ড্রাফট, এটি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে
নাম- K.H.Patil Krishi Vigyan Kendra, Hulkoti
শহর- Gadag City
KVK Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, মেডিকেল পরীক্ষা এবং ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
advertisement
KVK Recruitment 2022: আবেদন পদ্ধতি
যথাযথ ভাবে আবেদনপত্র পূরণ করে রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে, “CHAIRMAN, AGRICULTURAL SCIENCE FOUNDATION, HULKOTI – 582205, GADAG DISTRICT, KARNATAKA STATE”। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে মার্কশিট, অভিজ্ঞতার সার্টিফিকেট, পাবলিকেশন, রিসার্চ নোট, পুরস্কার/পদক ইত্যাদির শংসাপত্রের জেরক্স কপি পাঠাতে হবে।
Location :
First Published :
June 17, 2022 6:27 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধীনে বিভিন্ন পদে নিয়োগ, বিশদে জানুন