UPSC Coaching Center: ভবিষ্যতের IPS-IAS-এর খোঁজ, দার্জিলিংয়ে চালু হল বিনামূল্যে UPSC কোচিং ক্লাস

Last Updated:

UPSC Coaching Center: জিটিএ-এর প্রধান নির্বাহী অনিত থাপা এবং DWS-এর প্রতিষ্ঠাতা হর্ষবর্ধণ শ্রিংলার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এই বিনামূল্যে ইউপিএসসি কোচিং ক্লাস ১৫ মাসের জন্য পরিচালিত হবে।

+
বিনামূল্যে

বিনামূল্যে ইউপিএসসি কোচিং দার্জিলিং

দার্জিলিং: দার্জিলিংয়ে চালু হল বিনামূল্যে ইউপিএসসি কোচিং। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এবং দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটি (DWS)-এর যৌথ উদ্যোগে বিনামূল্যে ইউপিএসসি কোচিং লালকোঠি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
জিটিএ-এর প্রধান নির্বাহী অনিত থাপা এবং DWS-এর প্রতিষ্ঠাতা হর্ষবর্ধণ শ্রিংলার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এই বিনামূল্যে ইউপিএসসি কোচিং ক্লাস ১৫ মাসের জন্য পরিচালিত হবে। দার্জিলিং-এর প্রার্থীদের সফল আইএএস, আইএফএস, আইপিএস অফিসারদের মেন্টরশিপ-সহ শীর্ষ শিক্ষকদের দ্বারা পরামর্শ দেওয়া হবে।”
আরও পড়ুন: রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কী জানাচ্ছে হাওয়া অফিস
এই বিষয়ে অনিত থাপা বলেন, “এই উদ্যোগ হর্ষবর্ধণ শ্রিংলা স্যারের উদ্যোগে। এই উদ্যোগটি দার্জিলিং পাহাড়ের জন্যও একটি বড় পাওনা। তাঁর মতো একজন ব্যক্তিত্ব পাহাড়ের অভিভাবক হয়ে উঠেছেন।” তিনি আরও বলেন,  “জিটিএ রাস্তা তৈরি করেছে, অন্যান্য উন্নয়ন কাজ করেছে। আমরা মনে করি শিক্ষারও উন্নয়ন হওয়া উচিত। তাই জিটিএ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আমরা প্রথম পর্যায়ে ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। চাহিদা অনুযায়ী কাজ বাড়বে।” কোচিংয়ে এখন ভর্তি হয়েছেন ৬০ জন। দিল্লি থেকে শিক্ষকেরা এসে প্রার্থীদের পরামর্শ দেবেন। প্রতিদিন অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।
advertisement
advertisement
পার্বত্য অঞ্চলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কখনই এত ভাল সুযোগ পান না। তবে এবছর অনেক পাহাড়ের অনেক পরীক্ষার্থী ভাল ফল করেছেন। পাহাড়ের চারজন ছাত্র- ঋত্বিক ভার্মা (এআইআর ২৫), জয়শ্রী প্রধান (৫২), গৌতম ঠাকুরি (৩৯১) এবং অজয় মোক্তান (৪৯৪) – এই বছর সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফলে পাহাড়ের শিক্ষার মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাঁদের এই উদ্যোগ বলে জানান হর্ষবর্ধণ শ্রিংলা। তিনি আরও বলেন, ‘আমরা বিনামূল্যে এই কোচিং ক্যাম্প শুরু করে ভীষণ খুশি। এতে পড়াশোনার মান যেমন উন্নয়ন হবে। ঠিক তেমনি এই উদ্যোগ আগামীতে পাহাড় থেকে আরও ভাল মানের শিক্ষার্থী তৈরি করবে।’
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিক্ষা/
UPSC Coaching Center: ভবিষ্যতের IPS-IAS-এর খোঁজ, দার্জিলিংয়ে চালু হল বিনামূল্যে UPSC কোচিং ক্লাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement