RG Kar Doctor Murder Case: 'যখন পড়বে না মোর...', পড়ে রইল ফাঁকা বেঞ্চ, বাকরুদ্ধ শিক্ষিকারা! RG Kar-এর নির্যাতিতার জন্য কাঁদছে গোটা স্কুল

Last Updated:

RG Kar Doctor Murder Case: সোদপুরের এই স্কুলেই স্বাধীনতার পতাকা তুলত আরজি কর-কাণ্ডে নির্যাতিতা তরুণী চিকিৎসক, স্বাধীনতা দিবসের সকালে চোখে জল শিক্ষিকাদের।

+
নির্যাতিতা

নির্যাতিতা তরুনীর একসময়ের স্কুল

উত্তর ২৪ পরগনা: স্বাধীনতা দিবসে এই স্কুলে দাঁড়িয়েই পতাকা তুলতেন আরজি করে ধর্ষণ করে খুন হওয়া নির্যাতিতা তরুণী। পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়ায় সমস্ত শিক্ষক-শিক্ষিকাদেরই নজর ছিল তাঁর প্রতি। স্কুলের প্রাক্তনী তথা প্রথম সারির এই ছাত্রীকে যেন কিছুতেই ভুলতে পারছেন না সহপাঠী থেকে স্কুলের শিক্ষিকারা।
তাই আর মৌন নয় শৃঙ্খলাবদ্ধ প্রতিবাদে গর্জে উঠেছে সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলের শিক্ষিকা, ছাত্রী থেকে প্রাক্তনীরাও। স্কুলের প্রাক্তন ছাত্রী তথা আরজি কর হাসপাতালে কর্মরত ডাক্তার তরুণীর নৃশংস হত্যার কথা ভাবলেই যেন শিউরে উঠছেন সকলে।
আরও পড়ুন: ‘এই রক্তস্নান চলতে পারে না’, আরজি করে গিয়ে ফুঁসে উঠলেন রাজ্যপাল! প্রশ্ন আইনশৃঙ্খলা নিয়ে
ইতিমধ্যেই বেশ কয়েকদিন অতিবাহিত হলেও, এখনও আসল রহস্য আসেনি প্রকাশ্যে। মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। তবে নির্যাতিতা তরুণীর স্কুলের শিক্ষিকা থেকে সহপাঠী প্রাক্তনীরাও মনে করছেন, একজন নয় এর পিছনে আরও অনেকে জড়িত রয়েছে।
advertisement
advertisement
এদিন পুরনো সেই ছাত্রীর স্মৃতি রোমন্থন করতে গিয়েও শিক্ষিকাদের চোখ ভরে উঠল জলে। ইতিমধ্যে গ্রেফতারের দাবিতেও তাঁরা পথে নেমেছেন। এখন নির্যাতিতার স্কুলও চায় প্রকাশ্যে আসুক আসল রহস্য, প্রাক্তন ছাত্রীর নৃশংস খুনে দোষীদের হোক ফাঁসির সাজা।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Doctor Murder Case: 'যখন পড়বে না মোর...', পড়ে রইল ফাঁকা বেঞ্চ, বাকরুদ্ধ শিক্ষিকারা! RG Kar-এর নির্যাতিতার জন্য কাঁদছে গোটা স্কুল
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement