RG Kar Doctor Murder Case: 'এই রক্তস্নান চলতে পারে না', আরজি করে গিয়ে ফুঁসে উঠলেন রাজ্যপাল! প্রশ্ন আইনশৃঙ্খলা নিয়ে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
RG Kar Doctor Murder Case: পুলিশের ব্যারিকেড ভেঙে লাঠি-রড হাতে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে বহিরাগতরা৷ বৃহস্পতিবার ঘটনাস্থলে যান রাজ্যপান সিভি আনন্দ বোস।
কলকাতা: বুধবার রাতে ‘মেয়েদের রাত দখলের’ কর্মসূচির মাঝেই তীব্র উত্তেজনা ছড়ায় ঘটনার অকুস্থল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ পুলিশের ব্যারিকেড ভেঙে লাঠি-রড হাতে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে বহিরাগতরা৷ বৃহস্পতিবার ঘটনাস্থলে যান রাজ্যপান সিভি আনন্দ বোস।
রাজ্যপালের বক্তব্য, ‘রক্তস্নান চলতে পারে না। মানবতার লজ্জা। চিকিৎসকদের দাবি শুনতে হবে। বাংলায় আইনশৃঙ্খলা নেই। ঘটনার পরদিনই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম৷ চিঠিতেই তাঁর সঙ্গে কথা হয়েছে৷’
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় বটগাছ রয়েছে পশ্চিমবঙ্গে, কোথায় রয়েছে সেই গাছ জানেন? বয়স শুনলে চমকে যাবেন
বুধবার রাতে আরজি কর হাসপাতালে তুমুল তাণ্ডব, ভাঙচুর চলে জরুরি বিভাগের একাংশ৷ প্রসঙ্গত, এই জরুরি বিভাগের চার তলার সেমিনার হলেই উদ্ধার হয়েছিল ডাক্তারি পড়ুয়ার দেহ৷ যদিও পরে কলকাতা পুলিশের তরফে জানানো হয়, ক্রাইম সিন অর্থাৎ, সেমিনার হলে বুধবার রাতে কোনও ভাঙচুর চালানো হয়নি৷
advertisement
advertisement
আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলা গাছের ‘মজ্জা’ এই মারণরোগ থেকে রেহাই দেবেই! চমকে যাবেন জানলে
এদিন আন্দোলনকারী ছাত্ররা তাঁদের দাবি পেশ করেছে রাজ্যপালের সামনে। ইতিমধ্যেই টালা থানার কাছে সংশ্লিষ্ট ঘটনার রিপোর্ট তলব করেছে সিবিআই৷ বৃহস্পতিবার সকালেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর ও ডিআইজি-সহ বিশেষ টিম৷ নিগৃহীতার বাড়িতে সিবিআইয়ের যে দল যাচ্ছে, সূত্রের খবর, সেই দলে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এবং অ্যাডিশনাল ডিরেক্টর৷
advertisement
বিশ্বজিৎ সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2024 2:43 PM IST