Success Story: অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট হিসেবে নিযুক্ত, ইতিহাস সৃষ্টি করলেন বিহারের শশাঙ্ক গৌরব
- Published by:Rukmini Mazumder
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) কর্তৃক পরিচালিত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট নিয়োগের পরীক্ষায় গোটা দেশে ৫৭-তম স্থান অর্জন করেছেন শশাঙ্ক
বিহার: বিহারের জন্য গৌরব বয়ে আনলেন ভূমিপুত্র শশাঙ্ক গৌরব। তিনি আদতে বিহারের বানিয়াপুর ব্লকের পঞ্চমহলা সহজিৎপুর পঞ্চায়েতের বাসিন্দা। সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) কর্তৃক পরিচালিত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট নিয়োগের পরীক্ষায় গোটা দেশে ৫৭-তম স্থান অর্জন করেছেন শশাঙ্ক। এটি কেবল তাঁর পরিবারের জন্যই নয়, গোটা বিহারের জন্যই গর্বের খবর।
শশাঙ্ক ছাপড়ার ভগবান বাজারের ব্যাঙ্ক কলোনির বাসিন্দা। ছাপড়ার একটি বেসরকারি স্কুল থেকেই শশাঙ্ক প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এমনিতে ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় মেধাবী ছিলেন। সব সময় বইয়ের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখতেন। শশাঙ্কের বাবা সুভাষ জানান, ছোট থেকেই তাঁর ছেলের স্বপ্ন ছিল বড়। শশাঙ্ক প্রথম থেকেই নিজের লক্ষ্য নিয়ে খুবই সিরিয়াস ছিলেন।
advertisement
পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই শশাঙ্কের সাফল্যের খবর সামনে আসে। ফলপ্রকাশের পর শশাঙ্ক যখন বাড়িতে ফেরেন, তখন পুরো গ্রামে উৎসবের পরিবেশ তৈরি হয়। গ্রামবাসীরা তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান। ঢোল-বাদ্য বাজতে থাকে। শশাঙ্ক বলেন, তাঁর এই সাফল্যের পুরো কৃতিত্বই তাঁর বাবা, শিক্ষক-শিক্ষিকা এবং বিশেষ করে তাঁর দাদা শশাঙ্ক সৌরভ (যিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার)-এর। তাঁরাই সর্বদা তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং সঠিক দিশায় এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন।
advertisement
advertisement
শশাঙ্ক বলেন, এটা তো কেবল সূচনা। তাঁর পরবর্তী লক্ষ্য হল সিআইএসএফ (কেন্দ্রীয় ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স)-এ কাজ করা, যাতে তিনি দেশের নিরাপত্তায় নিজের অবদান রাখতে পারেন। তিনি আরও বলেন , ” কঠোর পরিশ্রম এবং সংগ্রাম এখনও শেষ হয়নি, বরং দেশের সেবা করার যাত্রা সবে শুরু হয়েছে।”
শশাঙ্ক বলেন, ” যদি লক্ষ্য স্থির থাকে এবং মনে সত্যিকারের নিষ্ঠা থাকে, তাহলে কোনও গন্তব্যই দূরে থাকে না। নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং কঠোর পরিশ্রম করে যেতে হবে। তাহলে অবশ্যই সাফল্য আসবে।”
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 9:36 PM IST