'আপনি ভিডিও করে রেলমন্ত্রীকে পাঠিয়ে দিন...', TTE সিট ছাড়তে বলতেই চিৎকার করে উঠলেন 'লোকো পাইলটের বউ', পরক্ষণেই কেঁপে উঠল এসি কোচ!

Last Updated:
Indian Railways: প্রতিদিনই হাজার হাজার যাত্রী ধরা পড়েন বিনা টিকিটে ভ্রমণের কারণে। টিটির হাতে ধরা পড়তেই নানা অজুহাত দিতেও শুরু করেন অনেকে। কিন্তু সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে এক মহিলা টিকিট পরীক্ষকের সামনে এমন কিছু করে বসলেন যা দেখে আঁতকে উঠেছে নেটপাড়া! এমনও সম্ভব!
1/11
ট্রেনে চড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ গন্তব্যে পৌঁছে যান। সকাল থেকে রাত এক্সপ্রেস থেকে লোকাল ট্রেন, সহজে ও কম সময়ে যাতায়াতের জন্য ট্রেনের মতো বিকল্প আর দুটি নেই। কিন্তু এই ট্রেনে যাতায়াতের জন্য ভারতীয় রেলের তরফে রয়েছে কিছু নিয়ম।
ট্রেনে চড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ গন্তব্যে পৌঁছে যান। সকাল থেকে রাত এক্সপ্রেস থেকে লোকাল ট্রেন, সহজে ও কম সময়ে যাতায়াতের জন্য ট্রেনের মতো বিকল্প আর দুটি নেই। কিন্তু এই ট্রেনে যাতায়াতের জন্য ভারতীয় রেলের তরফে রয়েছে কিছু নিয়ম।
advertisement
2/11
প্রত্যেক ব্যক্তিতে ট্রেনে চড়তে হলে তাঁর হাতে থাকতে হবে বৈধ টিকিট। টিকিট ছাড়া বা বিনা টিকিটে ট্রেনে চড়া আইনত নিষিদ্ধ। সেক্ষেত্রে রেলের আইন রক্ষা করতেই প্রতিটি ট্রেনে থাকেন টিটিই বা টিকিট পরীক্ষক।
প্রত্যেক ব্যক্তিতে ট্রেনে চড়তে হলে তাঁর হাতে থাকতে হবে বৈধ টিকিট। টিকিট ছাড়া বা বিনা টিকিটে ট্রেনে চড়া আইনত নিষিদ্ধ। সেক্ষেত্রে রেলের আইন রক্ষা করতেই প্রতিটি ট্রেনে থাকেন টিটিই বা টিকিট পরীক্ষক।
advertisement
3/11
প্রতিদিনই হাজার হাজার যাত্রী ধরা পড়েন বিনা টিকিটে ভ্রমণের কারণে। টিটির হাতে ধরা পড়তেই নানা অজুহাত দিতেও শুরু করেন অনেকে। কিন্তু সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে এক মহিলা টিকিট পরীক্ষকের সামনে এমন কিছু করে বসলেন যা দেখে আঁতকে উঠেছে নেটপাড়া! এমনও সম্ভব!
প্রতিদিনই হাজার হাজার যাত্রী ধরা পড়েন বিনা টিকিটে ভ্রমণের কারণে। টিটির হাতে ধরা পড়তেই নানা অজুহাত দিতেও শুরু করেন অনেকে। কিন্তু সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে এক মহিলা টিকিট পরীক্ষকের সামনে এমন কিছু করে বসলেন যা দেখে আঁতকে উঠেছে নেটপাড়া! এমনও সম্ভব!
advertisement
4/11
লখনউ এবং গোড্ডার মধ্যে যাত্রা করছিল ১৫০৯০ নম্বর গোড্ডা উইকলি এক্সপ্রেস। সেই ট্রেনের এসি কোচে সেদিন এমন ঘটনা ঘটল যা নাড়িয়ে দিয়েছে গোটা কামরার যাত্রীদের।
লখনউ এবং গোড্ডার মধ্যে যাত্রা করছিল ১৫০৯০ নম্বর গোড্ডা উইকলি এক্সপ্রেস। সেই ট্রেনের এসি কোচে সেদিন এমন ঘটনা ঘটল যা নাড়িয়ে দিয়েছে গোটা কামরার যাত্রীদের।
advertisement
5/11
ট্রেনটিতে কোনও কনফার্ম টিকিট ছাড়াই ভ্রমণ করছিলেন এক মহিলা। টিটিই তাঁকে সিট থেকে উঠতে বলতেই কার্যত রণচণ্ডী চেহারা নেন তিনি। টিটিই-র সঙ্গে তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি। এমন কাণ্ড করে বসেন যা দেখে চোখ বিস্ফারিত হয়ে যায় সকলের!
ট্রেনটিতে কোনও কনফার্ম টিকিট ছাড়াই ভ্রমণ করছিলেন এক মহিলা। টিটিই তাঁকে সিট থেকে উঠতে বলতেই কার্যত রণচণ্ডী চেহারা নেন তিনি। টিটিই-র সঙ্গে তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি। এমন কাণ্ড করে বসেন যা দেখে চোখ বিস্ফারিত হয়ে যায় সকলের!
advertisement
6/11
নিজেকে একজন লোকো পাইলটের স্ত্রী বলে দাবি করে ওই মহিলা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন টিকিট পরীক্ষককে। এমনকি তাঁর উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে মহিলা বলেন,
নিজেকে একজন লোকো পাইলটের স্ত্রী বলে দাবি করে ওই মহিলা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন টিকিট পরীক্ষককে। এমনকি তাঁর উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে মহিলা বলেন, "যা করার করে নাও। চাইলে ভিডিও করে রেলমন্ত্রীকে পাঠিয়ে দাও। আমি সিট ছাড়বোই না। যে আসবে তাঁর মাথা আমি ভেঙে দেব!"
advertisement
7/11
টিটিই যখন বলেন যে তিনি মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তখন মহিলা অত্যন্ত উদ্ধত সুরে বলেন যে
টিটিই যখন বলেন যে তিনি মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তখন মহিলা অত্যন্ত উদ্ধত সুরে বলেন যে "আমি কিছুতেই সরব না। মহিলার এই কথার কারণে তর্ক আরও তীব্র হয়ে ওঠে। এই ভিডিওটি ইন্টারনেটে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। পরিস্থিতি এমন আকার নেয় যে যাত্রীরা মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও শুরু করে।
advertisement
8/11
টিকিট চাওয়াতে মহিলা টিটিইকে বলেন,
টিকিট চাওয়াতে মহিলা টিটিইকে বলেন, "আপনি ভিডিও বানিয়ে রেলমন্ত্রীর কাছে পাঠান, আমি ভয় পাই না।" টিটিই বলেন যে "৪১ নম্বর সিটটি আপনার নয়', এতে মহিলা রেগে যান এবং বলেন, 'আমার বাচ্চা বার্থ পেলেই আমি এখান থেকে যাব, নইলে আমি যাব না।" তাতে টিটিই তাকে জিজ্ঞাসা করেন, "কোন সিটটি আপনার বাচ্চার?"
advertisement
9/11
ঠিক তখনই টিকিট না দেখিয়ে মহিলাটি
ঠিক তখনই টিকিট না দেখিয়ে মহিলাটি "পাস" থাকার কথা বলতে শুরু করে এবং রেগে গিয়ে টিটিইকেই উল্টে ম্যানেজমেন্টকে ফোন করতে বলেন। এমনকি রাগে ফেটে পরে টিটিইকেই চলে যেতে বলে চিৎকার করে বলেন, "চলে যান, আমার রক্তচাপ বাড়াবেন না।"
advertisement
10/11
@gharkekalesh X-এ এই ভিডিওটি পোস্ট করেছেন এবং লিখেছেন:
@gharkekalesh X-এ এই ভিডিওটি পোস্ট করেছেন এবং লিখেছেন: "টিকিট নিয়ে টিটিই এবং লোকো পাইলটের স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। এই মহিলা - আনন্দী কুমার - ১৭ অক্টোবর ২০২৫ তারিখের ১৫০৯০ নম্বর ট্রেনে যাত্রাকারী একজন লখনউ ডিভিশনের লোকো পাইলটের দাপুটে স্ত্রী।"
advertisement
11/11
টিটিই এবং মহিলার মধ্যে টিকিট নিয়ে এই তাণ্ডবের ভিডিওটিতে মন্তব্য বিভাগে নেটিজেনরা উৎসাহের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন,
টিটিই এবং মহিলার মধ্যে টিকিট নিয়ে এই তাণ্ডবের ভিডিওটিতে মন্তব্য বিভাগে নেটিজেনরা উৎসাহের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "আপনি কি ট্রেনটি কিনে নিয়েছেন নাকি?" অন্য একজন মন্তব্য করেছেন, "এ সবই সরকারি চাকরির টাকা নিয়ে অহঙ্কার।
advertisement
advertisement
advertisement