UGC NET Result Date: এই সপ্তাহেই প্রকাশ নেটের ফলাফল? জানুন, কোথায় কীভাবে দেখবেন নিজের ফল

Last Updated:

UGC NET Result online: ২০২০ সালের ডিসেম্বর এবং ২০২১ সালের জুন মাসের নেটের ফলাফল সম্ভবত শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি প্রকাশ (UGC NET Result Date) করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#নয়াদিল্লি: ২০২০ সালের ডিসেম্বর এবং ২০২১ সালের জুন মাসের নেটের ফলাফল সম্ভবত শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি প্রকাশ (UGC NET Result Date) করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)! বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (University Grants Commission) ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের (National Eligibility Test) ফল দেখা যাবে ugc.na.nic.in- ওয়েবসাইটে। কোভিডের (Covid-19 Pandemic) আগে পরীক্ষার এক মাসের মধ্যেই প্রকাশ পেত ফলাফল (UGC NET Result Date)। ২০২১ সালের ইউজিসি নেট পরীক্ষা আয়োজিত হয়েছিল ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে। কিছু কিছু এলাকায় ঘূর্ণিঝড়ের কারণ পরীক্ষা স্থগিত ছিল কিন্তু পরে ২৪-৩০ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হয়। কোভিড-১৯ মহামারীর কারণে NTA ডিসেম্বর ২০২০ এবং জুন ২০২১ এর পরীক্ষা দু’টিকে জুড়ে দিয়েছে।
এবারে মোট ১২.৬৭ লক্ষ প্রার্থী পরীক্ষা (UGC NET Result Date) দিয়েছিলেন। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ৪০% নম্বর পেতেই হবে। সংরক্ষিত শ্রেণির জন্য প্রয়োজন কমপক্ষে ৩৫% নম্বর। তবে শুধু সার্বিকভাবে নয়, প্রতিটি পেপারেই পাশ করতে হবে প্রার্থীদের। প্রথম পত্রে জেনারেল প্রার্থীদের ১০০ নম্বরের মধ্যে পেতেই হবে অন্তত ৪০ নম্বর। সংরক্ষিতদের ক্ষেত্রে পেতে হবে কমপক্ষে ৩৫। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ২০০ নম্বরের মধ্যে পেতে হবে ৭০-৭৫ নম্বর। ওবিসিদের কমপক্ষে পেতে হবে ৬৫-৭০ নম্বর। যাঁরা তপশিলী জাতির শ্রেণির মধ্যে পড়ছেন তাঁদের পেতে হবে ন্যূনতম ৬০-৬৫ নম্বর এবং তপশিলী উপজাতির প্রার্থীদের পেতে হবে ন্যূনতম ৫৫-৬০ নম্বর।
advertisement
advertisement
কীভাবে দেখবেন UGC NET-এর ফলাফল
প্রথম ধাপ: UGC NET- অফিশিয়াল ওয়েবসাইটে ugcnet.nta.nic.in যান
দ্বিতীয় ধাপ: হোমপেজে রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন
তৃতীয় ধাপ: প্রয়োজনীয় তথ্যগুলি লিখুন
চতুর্থ ধাপ: UGC NET- এর ফলাফল আপনার কম্পিউটারের পর্দায় হাজির হবে
পঞ্চম ধাপ: ফলাফল ডাউনলোড করে সেভ করে রাখুন
advertisement
বেশ কিছুদিন আগেই UGC NET উত্তরপত্র প্রকাশ করেছে এনটিএ। প্রকাশিত উত্তরপত্র নিয়ে কোনও অভিযোগ থাকলে তা জানানোর সুযোগও ছিল পরীক্ষার্থীদের। ৩ ঘণ্টা করে দু’টি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। মাল্টিপল চয়েস কোয়েশনের (MCQ) ধাঁচে কম্পিউটার ভিত্তিক পরীক্ষারই আয়োজন করা হয়েছিল।
advertisement
কোভিড মহামারীর আগে এনটিএ জানিয়েছিল UGC NET-এর ফলাফল প্রকাশ করা হবে একমাসের মধ্যেই। ২০২০ সালেই পরীক্ষার ফলপ্রকাশে বেশ দেরি হয় এবং দুই মাস পর ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ সেপ্টেম্বর এবং ফল প্রকাশ হয়েছিল পয়লা ডিসেম্বর। ২০১৯ সালে ৬ ডিসেম্বর পরীক্ষাগ্রহণ পর্ব শেষ হয় এবং ৩১ ডিসেম্বর অর্থাৎ এক মাসের মধ্যেই ফল প্রকাশ হয়। ২০১৯ সালের জুন মাসের পরীক্ষা শেষ হয়েছিল ২৮ জুন। ফল প্রকাশ করা হয়েছিল ১৫ জুলাই।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
UGC NET Result Date: এই সপ্তাহেই প্রকাশ নেটের ফলাফল? জানুন, কোথায় কীভাবে দেখবেন নিজের ফল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement