খুদে খুদে হাতে ভবিষ্যতের বীজ! প্রকৃতিকে আগলাচ্ছে কারা? মুর্শিদাবাদের স্কুলে বনমহোৎসবে পরিবেশ সচেতনতার পাঠ খুদেদের
- Reported by:Sudipta Sen
- Published by:Tias Banerjee
Last Updated:
মুর্শিদাবাদের কমল কুমারী দেবী মডেল স্কুলে বনমহোৎসব পালিত হল। ছোটদের পরিবেশ সচেতনতার পাঠ দিয়ে গাছ লাগানোর গুরুত্ব শেখানো হচ্ছে। শিক্ষিকা শেলি চ্যাটার্জি বললেন, ছোটদের সহজভাবে শেখানো হয়েছে।
তাদের ছোট ছোট হাত, তাদের স্বচ্ছ মন। তাদের ছোট ছোট ইচ্ছে আর সহজ সহচররা মিলে তারা আগলে নিচ্ছে গাছ, প্রকৃতি, পরিবেশ। দু-হাত দিয়ে বাঁচানো যাবে পৃথিবী তাই হাত দিয়েই তাদের স্কুলের নতুন উদ্যোগ। এই ভাবনা রোপণ করেছে তাদের স্কুল কর্তৃপক্ষ। স্কুলের নামটি কমল কুমারী দেবী মডেল স্কুল, জেলার নাম মুর্শিদাবাদ। এখানে নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত পড়ুয়াদের নিয়ে পালিত হল বনমহোৎসব।
advertisement
দূষণ বাড়ছে, প্রকৃতিকে বাঁচাতে লাগাতে হবে গাছ। পরিবেশকে বাঁচাতে হবে। এই কঠিন বিষয় সহজ করে ছোট থেকেই মনের মধ্যে গেঁথে দেওয়া হচ্ছে এই স্কুলে। বাচ্চারাও পরম আনন্দে আপন করে নিচ্ছে পরিবেশ সচেতনতার পাঠ। ছোট থেকেই তারা জানছে গাছ লাগানোর কারণ, পরিবেশ বাঁচানোর কৌশল, প্রকৃতির ভারসাম্য ইত্যাদি। এ যেন তাদের কাছে পড়া পড়া খেলার মতো।
advertisement
advertisement
দু-হাতে রঙ মেখে ছোট ছোট খুদেরা নিজেদের আর্ট পেপারে ছাপ তুলছে পরম আনন্দে। কেউ তৈরি করছে গাছ, টব, ফুল, প্রজাপতি, ময়ূর, জিরাফ আরও নানান কিছু। কেউ কেউ হাতে ছাপে তৈরি করেছে সবুজ পৃথিবী। দূষণের থেকে বাঁচাতে হবে পৃথিবীকে। বাঁচাতে হবে জীবের প্রাণ। আগলে রাখতে হবে বাস্তুতন্ত্রকে। বিষয়টা কঠিন। এই কঠিন বিষয়কেই সহজ করে আরও সহজদের মাঝে ছড়িয়ে দিয়ে বেশ কঠিন কাজ উতরে দিয়েছেন স্কুলের শিক্ষিকারা।
advertisement
শিক্ষিকা শেলি চ্যাটার্জি বললেন, ‘আমরা মাঝে মাঝেই এইরকম কাজ করি। বাচ্চাদের ছোট থেকেই সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে শেখালে তারা বড় হয়ে সেটাই করবে। এরা মাটির মতো। যেমন করে তৈরি করা হবে শুরুতে, পরে গিয়েও তেমনভাবেই গড়ে উঠবে তারা। আমাদের এই কাজ কঠিন ছিল। ওরা ছোট, তাই ওদের মনের মতো করে সহজ করে বুঝিয়ে তবেই কাজটা করা গিয়েছে। ছোটরা ভীষণ মজা পেয়েছে’।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 26, 2025 12:17 PM IST









