CBSE ও ICSE পরীক্ষার প্রস্তুতির জন্য 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'-এ ভরসা করেছেন ১ লক্ষ পড়ুয়া, কেন জানুন

Last Updated:

'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'-এর দাবি, শিক্ষার সমস্ত উৎকর্ষের ভরকেন্দ্র।

টপার লার্নিংস এক্সাম অ্যাপ
টপার লার্নিংস এক্সাম অ্যাপ
#নয়াদিল্লি: আধুনিক কালে পড়াশোনায় উন্নতির জন্য বিভিন্ন অ্যাপ এসেছে বাজারে। কিন্তু কোন অ্যাপকে বিশ্বাস করলে তা সত্যিই কাজে আসবে, তা বোঝা মুশকিল। তবে এক লক্ষেরও বেশি পড়ুয়া যে অ্যাপকে নিজেদের শিক্ষার্জনে উন্নতির জন্য সঙ্গী করেছেন তা হল, 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'। সিবিএসই ও আইসিএসই পরীক্ষার প্রস্তুতির জন্য 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ' একমাত্র পথ বলছেন এই পড়ুয়ারা।
কেন 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'-কে সেরা বলছেন এই পড়ুয়ারা? 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'-এর দাবি, শিক্ষার সমস্ত উৎকর্ষের ভরকেন্দ্র। পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই কার্যকরী এই অ্যাপ। প্রশ্নপত্রের সেট তৈরি করে প্রস্তুতি করানো হয় পড়ুয়াদের। তাড়াতাড়ি কোনও কিছু জানার জন্যও দারুণ কাজে আসবে এই অ্যাপ।
আরও পড়ুন: বাগদানের পর আন্তিলিয়াতে গ্র্যান্ড সেলিব্রেশন, ফুল বিছিয়ে স্বাগত জানানো হল অনন্ত-রাধিকাকে
স্কুলের পরই একেবারে কাছের বন্ধুর মতো কাজ করবে এই 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'। যে কোনও প্রশ্নের উত্তর মুহূর্তের মধ্যে দিতে পারে এই 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'। পরীক্ষার ভয় কাটানোর জন্য ও পড়ার সময় নানা সমস্যার সম্মুখীন হতে পারার জন্য সাহস তৈরি করে এই অ্যাপ। যে কোনও বিষয় যেমন, বিজ্ঞান, ভূগোল, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, ইংরেজি গ্রামার ও হিন্দি গ্রামারের ভিত পোক্ত করবে এই অ্যাপ।
advertisement
advertisement
আরও পড়ুন: মনে শোক নিয়েই রেলের অনুষ্ঠানে মোদি, বাংলা-সহ গোটা দেশের জন্য বিরাট ঘোষণা
পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষামূলক ভাবেই পড়াশোনা করা প্রয়োজন পড়ুয়াদের। এখানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিজেদের প্রস্তুতি কতটা হয়েছে তা যাচাইও করতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষার আগে অবশ্যই ডাউনলোড করুন এই 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
CBSE ও ICSE পরীক্ষার প্রস্তুতির জন্য 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'-এ ভরসা করেছেন ১ লক্ষ পড়ুয়া, কেন জানুন
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement