Career Counselling: ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এক বড় উদ্যোগ বীরভূমের এই স্কুলের

Last Updated:

ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে এই স্কুল যা করল, শুনলে অবাক হবেন আপনিও

+
স্কুল

স্কুল

সৌভিক রায়, বীরভূম: কথায় আছে, যোগ্যতা থাকলে চাকরি আপনাকে খুঁজে নেবে। তবে তার জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ এবং সঠিক উদ্যোগ।আর সেই কারণে বীরভূম জেলায় প্রথম এই স্কুলে কেরিয়ার কাউন্সিলিং মেলার আয়োজন করা হয়। কেরিয়ার কাউন্সিলিং মেলা হল এমন একটি অনুষ্ঠান যেখানে চাকরির সুযোগ, ক্যারিয়ার পরামর্শ এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে নেটওয়ার্কিং করার সুযোগ থাকে। এই মেলায় চাকরিপ্রার্থীরা তাদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে জানার জন্য বিভিন্ন কোম্পানির স্টল দেখতে পারেন, এবং তাদের প্রশ্ন করার সুযোগ পান।
এতদিন পর্যন্ত বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীদের আগামী জীবনের সঠিক লক্ষে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই ক্যারিয়ার কাউন্সিলিং মেলার আয়োজন করা হতো বর্তমানে এখনও বিভিন্ন কলেজে আয়োজন করা হয়। তবে বীরভূম জেলার স্কুলে এই প্রথম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ক্যারিয়ার কাউন্সিলিং মেলার আয়োজন করা হয়। বীরভূম জেলার সদর শহর সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলে দুই দিনের জন্য এই মেলার আয়োজন করা হয়।
advertisement
advertisement
স্কুলের শিক্ষকের তরফ থেকে জানা যায় দুই দিনের জন্য এই ক্যারিয়ার কাউন্সিলিংয়ের আয়োজন করা হয়। যার জন্য মোট ১৪ টি নামিদামি কলেজ থেকে শিক্ষক শিক্ষিকারা এসেছেন।বিকেল চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত কলেজের শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের আগামীর দিশা দেখাবেন। মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর পর ছাত্রছাত্রীরা দিশা খুঁজে পান না তারা আগামী দিনে কী হতে চায়,তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ।
advertisement
অন্যদিকে স্কুলের ছাত্ররা জানাচ্ছেন একাদশ দ্বাদশ শ্রেণীর পর তারা বুঝতে পারেন না তারা কোন পরীক্ষায় বসবেন বা আগামী দিনে কী হতে চান তাই অনেকেই আইআইটি এবং ডিফেন্স বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। তবে বীরভূম জেলাই প্রথম এই স্কুলে এই ধরনের মেলার আয়োজন করার ফলে অনেকটাই সুবিধা হবে আগামী দিনের পরিকল্পনা করতে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Career Counselling: ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এক বড় উদ্যোগ বীরভূমের এই স্কুলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement