Madhyamik Result 2025: ইচ্ছে হলে মানুষ সব পারে, মাধ্যমিক পরীক্ষায় যা করে দেখাল রমা..., জানলে গর্বে বুক ফুলবে

Last Updated:

Madhyamik Result 2025: জন্মের পর থেকে কথা বলতে ও শুনতে পারে না রমা। স্কুলে ছিল না সাইন ল্যাঙ্গুয়েজ পড়ানোর মত কোনও শিক্ষক। তবুও অদম্য ইচ্ছাশক্তির জোরে মাধ্যমিক পাশ করেছে রমা দেবনাথ।খুশি তার পরিবারের সদস্যরা।

+
রমা

রমা

আলিপুরদুয়ার: জন্মের পর থেকে কথা বলতে ও শুনতে পারে না রমা। স্কুলে ছিল না সাইন ল্যাঙ্গুয়েজ পড়ানোর মত কোনও শিক্ষক। তবুও অদম্য ইচ্ছাশক্তির জোরে মাধ্যমিক পাশ করেছে রমা দেবনাথ। খুশি তার পরিবারের সদস্যরা।
পরিবারের দাবি বিশেষভাবে সক্ষম রমা দেবনাথ নিজের মানসিক শক্তির জোরে পড়াশোনা করে মাধ্যমিক পাশ করেছে। আলিপুরদুয়ার এক নং ব্লকের অন্তর্গত বিবেকানন্দ ২ নং গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা রমা দেবনাথ। রমার বাবা পেশায় একজন ডেকোরেটার্স মালিক। ফলে অভাবের এই সংসারের মধ্যেও রমার এই সাফল্য এক চিলতে খুশি বয়ে নিয়ে এসেছে এই পরিবারের অন্দরে। ৪৩ শতাংশ নম্বর পেয়ে এ বছরের মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছে রমা দেবনাথ।
advertisement
advertisement
রমা বর্তমানে আলিপুরদুয়ার জংশন শ্যামাপ্রসাদ গার্লস হাইস্কুলের ছাত্রী। তবে এত প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা প্রতি তার আগ্রহ বিন্দুমাত্র কমেনি বরং, সে তার মা-বাবার কাছে আরও পড়াশোনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।পরিবারের সদস্যরা লোকেরাও রমাকে পড়াতে আগ্রহী। কিন্তু বাধ সেধেছে রমাদের মত পড়ুয়াদের পড়ানোর জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শিক্ষকদের অভাব। তবুও রমার দাদা ও বন্ধুরা তাঁকে পড়াশোনায় সাহায্য করেছে। যতটুকু পেরেছে ততটুকু বুঝিয়েছে।
advertisement
রমার মা নীলিমা দেবনাথ জানান, ‘মেয়েকে পড়াশোনার জন্য প্রথম দিয়েছিলাম বিশেষভাবে সক্ষমদের স্কুলে। তারপর কোনও স্কুল নিতে চাইছিল না। তবে এই স্কুল আমার মেয়েকে পড়ার সুযোগ দিয়েছে। আমি ও পরিবারের সদস্যরা চির কৃতজ্ঞ স্কুলের প্রতি।’ মাধ্যমিক পাশ করার খুশিতে আনন্দে মাতোয়ারা রমা। তার রেজাল্ট সবাইকে দেখাচ্ছে রমা।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Result 2025: ইচ্ছে হলে মানুষ সব পারে, মাধ্যমিক পরীক্ষায় যা করে দেখাল রমা..., জানলে গর্বে বুক ফুলবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement