Guess the Celebrity: মাত্র ২৮ বছরে মুহূর্তে সব শেষ! বিয়ের ঠিক ১৭ দিন আগে মর্মান্তিক মৃত্যু বিখ্যাত অভিনেতার, শ্যুটিং সেটেই ... কী ঘটেছিল? জানলে শিউরে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: বিয়ের বাকি ছিল আর মাত্র ১৭ দিন৷ প্রতিদিনের মতো, সেদিনও তিনি ছবির শুটিংয়ের জন্য সেটে গিয়েছিলেন অভিনেতা। কারণ বিয়ের আগেই সব কাজ শেষ করে পরিবারের সঙ্গে থাকাটাই ছিল মূল লক্ষ্য। কিন্তু এক মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেল।
এমন অভিনেতার জীবনকাহিনি আজ জানবেন, যা মুহূর্তে আপনাকে নাড়িয়ে দেবে। তিনি ছিলেন একজন বিখ্যাত সুপারস্টারের ছেলে। বিয়ের বাকি ছিল আর মাত্র ১৭ দিন৷ প্রতিদিনের মতো, সেদিনও তিনি ছবির শুটিংয়ের জন্য সেটে গিয়েছিলেন অভিনেতা। কারণ বিয়ের আগেই সব কাজ শেষ করে পরিবারের সঙ্গে থাকাটাই ছিল মূল লক্ষ্য। কিন্তু এক মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেল। শুটিং চলাকালীন, একটি গুলিতেই নিমেষে সব শেষ। এটি কোনও ছবির দৃশ্য নয় বরং সুপারস্টারের ছেলের জীবনের গল্প৷
advertisement
advertisement
ব্রুস লির ছেলে ব্র্যান্ডন লি তার "দ্য ক্রো" ছবির শ্যুটিং করছিলেন। সেদিন সেটে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। যেখানে ব্র্যান্ডন লি এবং তার সহ-অভিনেতা মাইকেল ম্যাসি মুখোমুখি ছিলেন। ব্র্যান্ডকে তার সহ-অভিনেতা গুলি করে এবং পড়ে যায়। এটি এমন একটি দৃশ্য যার শ্যুটিং ইতিমধ্যেই প্রস্তুত ছিল। নির্মাতারা নকল বন্দুকের সঙ্গে একটি আসল গুলিও রাখেন যাতে জুম শটে গুলি চালানোর সময় স্ফুলিঙ্গ এবং ধোঁয়া ধরা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
তার সঙ্গীর কথা বলতে গেলে, ব্র্যান্ডন পরিচালক রেনি হারলিনের ব্যক্তিগত সহকারীর প্রেমে পড়েন। ১৯৯২ সালের অক্টোবরে তাদের দু'জনেরই বাগদান হয় এবং ১৯৯৩ সালে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ব্র্যান্ডনের মৃত্যু সবকিছুর ইতি টানে। ব্রুস লিও আর এই পৃথিবীতে নেই। ২০০৩ সালে ৩২ বছর বয়সে তিনি মারা যান। অবাক করার মতো বিষয় হল, বাবা-ছেলে যৌবন বয়সেই প্রাণ হারান। ব্রুস লি খুব অল্প বয়সেই বিশ্বজুড়ে অনেক খ্যাতি অর্জন করেছিলেন। তবে তাঁর ছেলের অকাল মৃত্যু মেনে নিতে পারেনি অভিনেতা ও তাঁর গোটা পরিবার৷