TET Results Update 2024: নিয়োগে বড় আপডেট! ভোটের আগেই প্রাথমিকের টেটের ফল প্রকাশ! আগামী সপ্তাহের শুরুতেই বড় সিদ্ধান্ত?

Last Updated:

TET Results Update 2024: আগামী সপ্তাহেই প্রাথমিকের টেটের মডেল উত্তরপত্র আপলোড করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেই পর্ষদ সূত্রে খবর।

প্রাথমিকের টেটের ফল প্রকাশ
প্রাথমিকের টেটের ফল প্রকাশ
কলকাতা: ডিসেম্বর মাসে প্রাথমিকের টেট নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এবার ফল প্রকাশের প্রস্তুতি শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর ভোটের আগেই টেটের ফল প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
গতবার অবশ্য ফেব্রুয়ারি মাসের শুরুতেই টেটের ফল প্রকাশ করে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে ২০২৩ এর ডিসেম্বরে টেট নিলেও এখনও টেটের ফল প্রকাশ করেনি পর্ষদ। পর্ষদ সূত্রে খবর আগামী সপ্তাহেই প্রাথমিকের টেটের মডেল উত্তরপত্র আপলোড করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর সেই মডেল উত্তরপত্রের উপর পরীক্ষার্থীদের মতামত নেবে পর্ষদ।৭ দিন ধরে এই মতামত নেওয়া হতে পারে বলে পর্ষদ সূত্রে খবর।
advertisement
advertisement
মতামত নেওয়ার পর পর্ষদ টেটের চূড়ান্ত ফল প্রকাশ করে দেবে। এবারে প্রাথমিকের টেট দিয়েছে প্রায় ২.৫০ লক্ষ পরীক্ষার্থী। যা গতবারের তুলনায় অনেকটাই কম। তবে লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হলেও তার প্রভাব টেটের ফল প্রকাশের উপর পড়বে না বলেই দাবি পর্ষদের। পর্ষদের আধিকারিকদের দাবি যেহেতু পরীক্ষা অনেক আগেই নেওয়া হয়েছে ও এই প্রক্রিয়া চলছে তাতে কোনও অসুবিধা হবে না এই পরীক্ষার ফল প্রকাশে। সেক্ষেত্রে মার্চ মাসের  মধ্যেই টেটের ফল প্রকাশ করে দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে।
advertisement
তবে গতবারের তুলনায় কেন ফল প্রকাশে দেরি হচ্ছে? পর্ষদের আধিকারিকদের ব্যাখ্যা, আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিতে হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে পর্ষদের ব্যস্ততা ছিল। সেই কারণেই ফল প্রকাশে দেরি হচ্ছে পর্ষদের। যদিও ফল প্রকাশের বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে আদালতের নির্দেশ মোতাবেক প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের মেধাতালিকা প্রকাশ করেছে। তবে এবারও টেটের ফলপ্রকাশ নিয়ে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
TET Results Update 2024: নিয়োগে বড় আপডেট! ভোটের আগেই প্রাথমিকের টেটের ফল প্রকাশ! আগামী সপ্তাহের শুরুতেই বড় সিদ্ধান্ত?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement